শিল্পীর জন্য ফাউন্ডেশন

আলাউদ্দিন আলী ও লাকী আখান্দদেশের শিল্পীদের পাশে দাঁড়াতে গঠন হয়েছেন ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’। শিল্পীদের দুর্দশার সময় পাশে থাকতেই এমন উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তরের নগরপিতা আনিসুল হক।
আর এটি পরিচালনায় পাওয়া যাবে দেশের বরেণ্য ব্যক্তিবর্গের। যাদের অন্যতম- ড. আনিসুজ্জামান, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ, ড. মুহম্মদ জাফর ইকবাল, রুনা লায়লা, অঞ্জন চৌধুরী, ফরিদুর রেজা সাগর, ফয়সাল সিদ্দিকী বগি প্রমুখ।
মেয়র আনিসুল হক জানান, মানবিক বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছে ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’।
আগামী ১৯ নভেম্বর শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফাউন্ডেশনের উদ্বোধন হবে। সেখানেই জানানো হবে এর নানা কার্যক্রম।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এর মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে বিপন্ন, দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত মৃত্যুপথযাত্রী শিল্পীদের। বিষয়টির সূচনা হচ্ছে অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুরস্রষ্টা লাকী আখান্দ ও আলাউদ্দিন আলীকে আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে।


/এম/