বন্যা মির্জা যখন ভাস্কর!

নাটকের দৃশ্যে অনি ও বন্যা
অভিনেত্রী বন্যা মির্জাকে বিশেষ একটি নাটকে দেখা যাবে। আর এতে তিনি আসছেনও একটু অন্যভাবে। নাটকে তার চরিত্রটি হলো এক ভাস্করের। 
তিনি ঢাকা বিশ্ববিদ্যলয়ের চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্রী। তার সঙ্গে কাজ করেন একই বিভাগের ছাত্র অভিনেতা ওমর আয়াজ অনি। ভাস্কর্যের কাজে একদিন তারা একটি গাছের গুঁড়ি কিনে আনেন। কিন্তু গুঁড়ির জন্য এক বৃদ্ধ হাজির হন। তিনি এ গুড়িকে শ্যাফালী নামে ডাকতে থাকেন।
মহান মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি এ নাটকটির নাম ‘ফসিলের কান্না’। নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বন্যা মির্জা জানালেন, শনিবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে।
নাটকটির অন্যতম আরেকটি চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। আসছে বিজয় দিবসের রাতে এটি দেশ টিভিতে প্রচার হবে।

/এম/