বাবার গান নিয়ে দুই বোন

দুই বোন; ফাহমিদা ও সামিনাকিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর যোগ্য উত্তরসূরি ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। দু’জনেই সবসময় প্রাণে ও কণ্ঠে ধারণ করেন বাবাকে।

বাংলাদেশের আধুনিক গান যাদের কণ্ঠে সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে অন্যতম মাহমুদুন্নবী। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, ‘তুমি যে আমার কবিতা’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে’, ‘ও গো মোর মধুমিতা’, ‘সালাম পৃথিবী তোমাকে সালাম’, ‘খোলা জানালার পাশে একা বসে আছি’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’ প্রভৃতি।
গেল ১৬ ডিসেম্বর ছিলো এই কিংবদন্তির জন্মদিন আর ২০ ডিসেম্বর মৃত্যুবার্ষিকী। সেই সূত্রে শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে দেশটিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে শুধু বাবার গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন ফাহমিদা-সামিনা।
আলমগীর হোসেনের প্রযোজনা এবং পুতুলের উপস্থাপনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথাও বলতে পারবেন দুই তারকা বোনের সঙ্গে।
/এমএম/