প্রথম মিউজিক ভিডিও ‘মন খারাপের আকাশ’

রেকর্ডিংয়ে জয় ও ইমননতুন বছর শুরু হয়ে গেছে। গেল রাত (৩১ ডিসেম্বর ১৬) ১২টার আগেও বেশ ক'টি বিশেষ গান প্রকাশ পেয়েছে। তবে রাত পোহাবার পর (১ জানুয়ারি) বছরের প্রথম গান হিসেবে মুক্তি পেয়েছে ঢাকার জয় শাহরিয়ার ফিচারিং কলকাতার ইমন চক্রবর্তীর নতুন একটি মিউজিক ভিডিও।

প্রশ্ন উঠতেই পারে, কে এই কলকাতার ইমন?
‘তুমি যাকে ভালোবাস/ স্নানের ঘরে বাষ্পে ভাসো/ তার জীবনে ঝড়’ গানটি চলতি বছর কলকাতার পাশাপাশি এ বাংলাতেও বেশ কদর পেয়েছে, পাচ্ছে এখনও। কলকাতার ‘প্রাক্তন’ সিনেমায় অনুপম রায়ের কথা, সুর ও সংগীতে এতে যার কণ্ঠ শোনা গিয়েছিল- তিনিই ইমন চক্রবর্তী।
শেষ ছ’মাস দুই বাংলার টপচার্টে আটকে থাকা এই শিল্পী এবার কণ্ঠ দিলেন ঢাকার গানে। গাইলেন জয় শাহরিয়ারের সুর ও সংগীতে নতুন গান। শিরোনাম ‘মন খারাপের আকাশ’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। তৈরি হয়েছে ভিডিও, তাতেও অংশ নিয়েছেন ইমন। এটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।

বাংলাদেশে এটাই ইমনের প্রথম মৌলিক কোনও কাজ। যা আজ (১ জানুয়ারি) দুপুরে অন্তর্জালে মুক্তি দিয়েছে আজব রেকর্ডস।

গানটি এই লিংকে:

জীবনের তৃতীয় এবং বাংলাদেশে প্রথম মৌলিক গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইমন। তিনি বলেন, ‘অসম্ভব ভালো লেগেছে গানটি গাইতে। ভিডিওটি দেখেও চোখের আরাম পেয়েছি। আশা করছি, শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।’
এ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘ইমনের কণ্ঠটা অন্যরকম। যা তার আগের গানগুলোতে বোঝা গেছে। আর আমি যেমন কাজ করি, তা থেকে একটু আলাদা হবে এটি। সব মিলিয়েই কাজটি বেশ ভালো হবে বলে মনে হচ্ছে।’
/এমএম/