শিল্পকলা ও জাবিতে দ্বৈত ভাষার ‘ইঙাল আঁধার পালা’

‘ইঙাল আঁধার পালা’মৌলভীবাজারের নাট্যদল মণিপুরি থিয়েটার মাত্রই শেষ করল তাদের বর্ষপূর্তি আয়োজন। প্রতিষ্ঠার ২০ বছরপূর্তি উপলক্ষে গত ২৪ ডিসেম্বর জাতীয় নাট্যশালায় পাঁচ দিনব্যাপী এ উৎসব আয়োজন করে দলটি। তার রেশ কাটতে না কাটতেই আবারও ঢাকায় মঞ্চে দেখা যাবে তাদের। আগামী ৫ জানুয়ারি মঞ্চায়ন হবে তাদের আলোচিত নাটক ‘ইঙাল আঁধার পালা’।
মণিপুরি থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক এটি (বাংলা ও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষায়)। এটি দেখানো হবে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। পরদিন ৬ জানুয়ারি  সন্ধ্যায় একই নাটক থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যাচার্য সেলিম আল দীন মুক্তমঞ্চে।
একজন মণিপুরি মৃদঙ্গ বাদকের করুণ গল্পকে উপজীব্য করে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
শুভাশিস সিনহা বলেন, ‘বছরের শুরুতেই ঢাকাবাসীদের জন্য আমরা নাটকটি নিয়ে আসছি। প্রদর্শনী দুটি দর্শনীর বিনিময়ে হবে।’।

নাটকটিতে অভিনয় করছেন- জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, উজ্জল সিংহ, সুনীল সিংহ, সুশান্ত সিংহ, অরুণা সিনহা, বিধান সিংহ, শ্যামলী সিনহা, দিপু সিংহ ও সমরজিৎ সিংহ। সঙ্গীতে রয়েছেন শর্মিলা সিনহা। বাদ্যে আছেন বাবুচাঁন সিংহ।

/এম/