রূপন্তির ভালোবাসা ও বেদনার চিঠি

সিনেমার দৃশ্যে ভাবনাগত বছর মহান একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে সরাসরি শুটিং হয় ছোট দৈর্ঘ্যের একটি সিনেমা। যেখানে খুব ভোরে হাজারো মানুষের সঙ্গে ফুল হাতে মিশে যান বোবা রূপন্তি।

ভাষা শহীদদের জন্য ভালোবাসা জানানোর জন্য তিনিও সেদিন খুব ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারবেদিতে হাজির হন। সঙ্গে এক মুঠো ঘাসফুল আর একটি চিঠি। যে চিঠিতে তিনি ভাষা শহীদদের উদ্দেশ্যে লিখেছেন তাদের প্রতি ভালোবাসা ও এমন মধুর ভাষায় কথা বলতে না পারার বেদনার কথা।   

‘অ্যান আনফিনিশড নোট অব স্প্রিং’ নামে মাত্র ৪ মিনিট ব্যপ্তির এই কাজটি তৈরি করেছেন ফয়সাল রাজীব। আর এতে রূপন্তি চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। কাজটি অন্তর্জালে মুক্তি পেয়েছে গতকাল একুশে ফেব্রুয়ারি।

স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এটির কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা সিনেমাটি মুক্তির জন্য গুনে গুনে ঠিক এক বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের। ভালো লাগছে এই ভেবে- ভাষা শহীদদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য তৈরি করা এমন একটি কাজের অংশ হতে পেরে।’

প্রসঙ্গত, গেল সপ্তাহে ভাবনা অভিনীত আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পায় অন্তর্জালে। অনিমেষ আইচের পরিচালনায় সেটির নাম ‘বরষা’। যা বেশ প্রশংসা কুড়াচ্ছে।

‘অ্যান আনফিনিশড নোট অব স্প্রিং’ দেখুন:

/এমএম/