সামিনা চৌধুরীর বরই প্রীতি

আঁচল ভরা বরই...হয়ে গেলাম বরইকুড়ানী সামিনা- ফেসবুকে একটি ছবি পোস্ট করে ঠিক এভাবেই লিখেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী।
যেখানে দেখা গেল, অন্যরকম এক সামিনাকে! লাল-সবুজের শাড়ি পরে আঁচলভরা কাঁচা-পাকা বরই নিয়ে মুখে লেগে আছে তার জয়ের হাসি।
এ শিল্পী মূলত গিয়েছিলেন গানের কাজে, ঢাকা থেকে একটু দূয়রে। সে কাজটা তো করেছেনই, বাড়তি  কাজও সেরেছেন সামিনা। গান শেষ করেই দৌঁড়ে গিয়েছেন বরই পাড়তে। তারপর আজলা ভরে বরই তুলেছেন আঁচলে!
সামিনা বললেন, ‘‘গেলাম বরই পাড়তে। কী যে মজা পেলাম, তা বলার মতো না! হঠাৎ হয়ে গেলাম ‘বরই কুড়ানী সামিনা’’।
ঘটনাটি গতকাল সোমবারের। রাজধানীর অদূরে দেশাত্মবোধক গান ‘ও আমার দেশের মাটি’-এর ভিডিওতে অংশ নেন তিনি। গানটিতে তার সহশিল্পী রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজিব। গতকাল মূলত গানের ভিডিওটি ধারণ করা হয়ছে। সেখানে শিল্পীরা ছাড়াও অংশ নেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
জানা গেল, স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিওটি নিমার্ণ করা হয়েছে। রবীন্দ্রনাথের এ গানটি নতুন করে সংগীত করেছেন প্রদ্দত। ভিডিওটি পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী ও সাফায়েত বাঁধন।
এটি ৫ মার্চ ইউটিউবে প্রকাশ হবে।
/এমআই/এমএম/