সিরাজ-উদ-দৌলার বংশধর তারিক আনাম!

নাটকের দৃশ্যে তারিক আনাম ও রুনা খানতারিক আহমেদ পুরান ঢাকার বাসিন্দা। নিজেকে নবাব সিরাজ-উদ-দৌলার বংশধর দাবি করে নামের পাশে ‘দৌলা’ পদবি লাগিয়েছেন। তার স্ত্রী তাঞ্জানিয়া, বরিশালের মেয়ে।
স্ত্রীর কথায় বরিশালের টান আছে। এটা নিয়ে স্বামী তারিক-উদ-দৌলার বিরাট ক্ষোভ। প্রতি রাতে এটা নিয়ে হয় তর্ক। শেষ নবাবের বংশধরের বিবিকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। বরিশালের টানে কথা বলা চলবে না। তাই বিবিকে শুদ্ধ ভাষা শেখানো হয়।
এমনই এক কাহিনি নিয়ে আরটিভিতে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘প্রেসিডেন্ট সেরাজুদ্দৌলা’।
নাটকে নবাবের বংশধর হিসেবে দেখা যাবে তারিক আনাম খানকে। এছাড়া অন্যতম চরিত্রে আছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন আখম হাসান, আরফান, মুনিরা মিঠু, রুনা খান, নোভা প্রমুখ।
হুমায়ূন সাধুর রচনা ও রায়হান খানের পরিচালনায় নাটকটি প্রচার হবে ৩ মার্চ থেকে প্রতি সপ্তাহের শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ১০ মিনিটে।
/এম/