কেন ভুল করেও ভালোবাসছি না...

তুমি আমি একসাথে রোদেমাখা বৃষ্টি দেখেছি

উড়ে চলা গাংচিলে শত শত স্বপ্ন এঁকেছি

পড়ে থাকা নীল খামে আকাশকে চিঠি লিখেছি

ধুলোপড়া রাজপথে ঘুরে ঘুরে সাক্ষী রেখেছি

আমার চোখজুড়ে যা দেখছো তা নয় কোনও ছলনা

তোমার মিষ্টি হাসিতে যা বলছো তা বুঝেও বুঝি না

আমার মন বলে আমি বলছি না

তোমার বন্ধ চোখে ঘুম আসছে না

কেন ভুল করেও ভালোবাসছি না...

তা জানি না...
মিনার রহমানউপরের কথাগুলো মিনারের। সুর-কণ্ঠও তারই। সাজিদ সরকারের সংগীতায়োজনে এর নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মিনার ছাড়াও মডেল হিসেবে দেখা গেছে বনি ও হৃদি শেখকে।
সুপারহিট ‘ঝুম’ পরবর্তী চমক হিসেবে শুক্রবার (৩ মার্চ) ‘তা জানি না’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে গানচিলের ইউটিউব চ্যানেলে।
স্বাভাবিক, গানটির সুবাদে ফের শুভেচ্ছা জোয়ারে ভাসছেন মিনার।
অভিব্যাক্তিতে বললেন, ‘‘এটা ঠিক ‘ঝুম’-এর পর অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে এই গানটি তৈরি করেছি আমি আর সাজিদ। ভিডিও নির্মাণে গানচিল এবং অংশুর ডেডিকেশনটাও উল্লেখযোগ্য বিষয়। তাই হয়তো গানটি প্রকাশের পর থেকেই তুমুল সাড়া পাচ্ছি। দেখা যাক কী হয়।’’
এদিকে গানটি প্রসঙ্গে মিনার বলেন, ‘দেখুন আমি এমন একটা সময় পার করার সুযোগ পেয়েছি, যে কি না সত্যিই ভাগ্যবান। আমি ল্যান্ড ফোনের পাশে দিনের পর দিন অপেক্ষা, প্রেমের চিঠি লেখা, বৃষ্টিতে ভেজা, স্কুল গেটে দাঁড়িয়ে থাকার দিনগুলোকে সরাসরি পেয়েছি। আবার এই সময়টাকেও পাচ্ছি। এই যে আমি একটা সময় থেকে আরেকটা সময়ের উপর দিয়ে হেঁটে চলেছি এবং চারপাশের যত অভিনয় আর অবিশ্বাসগুলো অনুভব করছি- সেই ভাবনা থেকেই এই গানটি লেখা। আমার ধারণা এমন অনুভূতি অসংখ্য মানুষের মনে খেলা করছে প্রতিনিয়ত।’
মিনারের এমন ভাবনার গান-ভিডিওটি নিম্নে:

/এম/এমএম/