রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবআজ (১৭ মার্চ) থেকে বিভাগীয় শহর রাজশাহীতে শুরু হচ্ছে ১ম রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজশাহী ফিল্ম সোসাইটির আয়োজনে এটি চলবে ২১ মার্চ পর্যন্ত।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ এই উৎসবের উদ্বোধন করবেন।

উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, সৌদি আরব, ইরান, আয়ারল্যান্ড, জার্মানী, গ্রীস, স্পেন, ফ্রান্স, ইটালী, পর্তুগাল, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভেনিজুয়েলা এবং চিলির ৪০টি চলচ্চিত্র স্থান পেয়েছে।
রাজশাহী ফিল্ম সোসাইটি জানায়, উৎসবকে সারাদেশে ছড়িয়ে দেবার প্রত্যয়, উত্তরবঙ্গের চলচ্চিত্র শিল্পের বিকাশ এবং চলচ্চিত্র শিল্পের বিকেন্দ্রীকরণের প্রচেষ্টা নিয়ে প্রথমবারের মতো রাজশাহীতে আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে উত্তরবঙ্গের প্রযোজক-পরিচালকদের নির্মিত চলচ্চিত্র নিয়েও থাকছে প্রতিযোগিতা ও প্রদর্শনী। উৎসবের সহযোগিতায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
পাঁচদিন ব্যাপী এ উৎসবে একযোগে রাজশাহীর লালন শাহ্ মুক্তমঞ্চ এবং বড়কুঠি মুক্তমঞ্চে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।
/এমএম/