বলিউডে কোনও র‌্যাপ গান নেই!

 

বাবা সায়গলবলিউডে ৯০ দশকে র‌্যাপ গান জনপ্রিয় করে তোলা বাবা সায়গল বলেছেন, বলিউডে কোন র‌্যাপ  গান  হয় না।

তিনি বলেন, ‘বলিউডে কোনও র‌্যাপ গান নেই। অল্প কিছু লাইন দিয়েই র‌্যাপ প্রমোট করা হয়। কিন্তু এগুলো র‌্যাপ গান নয়। র‌্যাপ মানে হলো সুর ও কবিতা একসঙ্গে শুরু এবং শেষ হবে। ’

তিনি আরও বলেন, ‘নারী ও মদ নিয়ে গান গাইলেই র‌্যাপ হয় না। কিন্তু মানুষ এখন এটাই গ্রহণ করছে। এতে করে একটি প্রজন্মকে ভুল দিকে পরিচালিত করছেন সিনেমা প্রযোজকরা।’

র‌্যাপ নিয়ে এখন ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছেন বাবা। তিনি বিশ্বাস করেন তারকাখ্যাতির জন্য সোশ্যাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, ‘চলচ্চিত্র আগে আলাদা মাধ্যম ছিল। আগে শুধু টিভি ও ফিল্ম মিডিয়াই ছিল। আর এখন ডিজিটাল মিডিয়া রয়েছে। আদতে এটাই এখন সবচেয়ে শক্তিশালী মিডিয়া। কারণ এটার পরিধি অনেক বড়। ভালো কিছু থাকলে যেকেউ তারকা হতে পারে।’

আইএএনএসকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে সায়গল বলেন, ‘এখন প্রত্যেক তরুণ অভিনেতারই সুযোগ রয়েছে। যদি ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে জানেন তবে আপনি বিস্ময়কর কিছু করতে পারবেন।’
ইয়াশ রাজ ফিল্মসের পরবর্তী ছবি ‘ব্যাংক চোর’-এ একটি অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। তিনি বলেন, ‘আমরা এই গানের শুট করছি। আশা করি, সবার ভালো লাগবে।’

সূত্র ও ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএইচ/এম