১ এপ্রিল আসছেন রানা ও মিস নেপাল!

মিউজিজ ভিডিওর দৃশ্যে রানা ও শীতলগত ফেব্রুয়ারির শেষ দিকে ‘এক ফালি চাঁদের আলো’ নামের গানের কাজ হয়। শুটিংয়ের স্থান- নেপাল। আরও নির্দিষ্ট করে বললে দেশটির থামেল পোখরা, নাগরকোট, মুসতাং হিমালয় ও হিমাচলসহ বেশ কয়েকটি জায়গা।

আর এতে মডেল হিসেবে রাখা হয়েছে মিস নেপাল শীতল আচারিয়াকে। এমনই ছিল গানটির ভিডিওর পরিকল্পনা। যার পরিকল্পক ও গায়ক এইচএম রানা। আর এভাবেই ‘এক ফালি চাঁদের আলো’র কাজটি হয়েছে। অবশেষে এটি প্রকাশ হতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল ইউটিউবে অবমুক্ত হবে গানটি। পাশাপাশি এদিন রাতে এশিয়ান টিভিতে এর প্রিমিয়ার প্রদর্শনী হবে।
বিষয়টি নিয়ে রানা বললেন, ‘বেশ সময় নিয়ে আমরা গানটির কাজ করেছি। নেপালে শুটিংয়ের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় করেছেন ওয়ার্ল্ড অর্গানাইজেশান অব পার্ফমিং আর্টসের উপদেষ্টা-চেয়ারম্যান ও নেশনাল এভারেস্ট নেপাল কালচারাল ইভেন্টস অ্যান্ড অর্গানাইজেশানের ভাইস-প্রসিডেন্ট আর সি কইরালা। তার জন্যই আমরা শুটিং দল নিয়ে হিমালয়ের এত কাছাকাছি ভালোভাবে কাজটি করতে পেরেছি। ’
‘এক ফালি চাঁদের আলো’ গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন রানা নিজে। এর সংগীত করেছেন আশিকুর রহমান আশিক। ভিডিওটি পরিচালনা করেছেন রুহুল আমীন বাবু।শুটিংয়ের ফাঁকে রানা ও শীতল
/এম/