সংবাদমাধ্যমের মুখোমুখি ‘নিখোঁজ’ রাখি

রাখি সাওয়ান্তগ্রেফতারি পরোয়ানার পর পুলিশের ভাষায় ‘নিখোঁজ’ রাখি সাওয়ান্ত আজ (৬ এপ্রিল)সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন! ভারতের টেলিভিশিন ও বলিউডের এই আলোচিত অভিনেত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে চলমান বিতর্ক নিয়ে কথা বলবেন।

৯ মার্চের পর হাজিরা না দিলে পাঞ্জাবের একটি আদালত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ‘রামায়ন’ রচয়িতা ধর্মগুরু বাল্মিকির বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত এ পরোয়ানা জারি করেছেন। ১০ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

লুদিয়ানা পুলিশের উপ-কমিশনার ধারুমান নিম্বালে মঙ্গলবার জানিয়েছেন, রাখিকে গ্রেফতার করতে মুম্বাই গিয়ে পুলিশের একটি দল ব্যর্থ হয়েছে। কারণ আদালতের উল্লেখিত ঠিকানায় রাখিকে পাওয়া যায়নি। তিনি নিখোঁজ।

এর মধ্যে গুজব ছড়ায় পাঞ্জাব পুলিশ রাখিকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। যদিও পাঞ্জাব পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। এ অভিনেত্রীর ব্যক্তিগত মুখপাত্র জানিয়েছেন, রাখি আত্মসমর্পণ করতে পারেন।  তবে এটা স্পষ্ট নয় কোথায় কখন আত্মসমর্পণ করবেন।

এ পরিস্থিতিতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন রাখি সাওয়ান্ত। মুখপাত্রের আমন্ত্রণ অনুসারে জানা গেছে, সংবাদ সম্মেলনে চলমান বিতর্কের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এএ/এমএম/