‘রংবাজ’ ইউনিট ঢ‌াকায়, সংবাদ সম্মেলন কাল

শনিবার (২৯ এপ্রিল) বিকালে বিএফডিসি যখন উত্তপ্ত, তোড়জোড় চলছে শাকিব খানের বিরুদ্ধে- তখন তিনি পাবনা থেকে ঢাকার পথে।

পথেই জানলেন- তাকে ও পরিচালক শামীম আহমেদ রনীকে ‌একঘরে করা হয়েছে।
পাবনা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খানএদিকে, এমন ঘটনার প্রেক্ষিতে ঢাকায় নেমেই সংবাদ সম্মেলন ডেকেছেন শাকিব। জানিয়েছেন, আগামীকাল (সোমবার) বিকাল ৪টায় গুলশানের একটি রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হবে।
শাকিব বলেন, ‘বেশ কয়েকটি সমিতি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। আমাদের শুটিং বন্ধ করে দিতে হয়েছে। যে লাখ লাখ টাকার ক্ষতি হলো এর পূরণ কে দেবেন- বদিউল আলম খোকন নাকি গুলজার (পরিচালক সমিতির শীর্ষ দুই নাম)? আমি সব প্রশ্নের জবাব শিগগিরই দেব।’
চলতি মাস থেকে পাবনায় দৃশ্যধারণ চলছিল শাকিব ও বুবলীর নতুন ছবি ‘রংবাজ’-এর। ছবিটির কাজ ৩ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শাকিবসহ শুটিং ইউনিটের সদস্যরা গতকাল শনিবার ঢাকায় এসেছেন।
শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে যৌথ সভা বসে। সভা শেষে সন্ধ্যার দিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সমিতির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং পরিচালক সমিতির নিয়ম ভঙ্গ করার দায়ে শামীম আহমেদ রনীর সদস্যপদ বাতিল করা হলো।
নির্মাতা রনী ও শাকিব খানঐ যৌথ বিজ্ঞপ্তিতে পরিচালক সমিতির সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর ছাড়াও চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতির স্বাক্ষর রয়েছে।
/এম/এমএম/

* শাকিব অভিনয় করবে, আমিও ছবি বানাবো: ‘রংবাজ’ নির্মাতা রনি

* অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ শাকিব খান* শাকিব ‘চক্রান্ত’র বিরুদ্ধে মানববন্ধনের ডাক

* বয়কট-চক্রান্ত: শাকিব টানলেন ২১ বছর আগের সালমানকে

* শাকিব খানকে বয়কট করার জন্য বিজ্ঞপ্তি