‘এসএমএস নয় আমি কণ্ঠ শুনতে ভালোবাসি’

৭০তম কান উৎসবে নিকোল কিডম্যানহলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান জানিয়েছেন, টেক্সট মেসেজের চেয়ে ফোনে কথা বলেই বেশি স্বস্তি পান তিনি। মার্কিন সংবাদমাধ্যম ইনস্টাইল ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানা যায়, স্বামী কিথ আরবানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ফোনেই কথা বলেন তিনি। মেসেজ খুব একটা করেন না।

কিডম্যান বলেন, ‘আমি কলই করি। কেউ যদি টেক্সট করে তবেই আমি টেক্সটের উত্তর দেই। তাই আমি চাই আমাকে কেউ ফোন করুক। এসএমএস নয় আমি কণ্ঠ শুনতে ভালোবাসি। কিথ ও আমি কখনওই টেক্সট করি না।’

মার্কিন এই অভিনেত্রী আরও বলেন, পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তার এবং তাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। সাবেক স্বামী টম ক্রুজের পক্ষের এক মেয়ে ইসাবেলা(২৪) ও ছেলে কনর (২২) রয়েছে তার। বর্তমান স্বামী আরবানের পক্ষের নয় বছরের ছেলে সানডে ও ছয় বছরের ফেইথও তার সঙ্গে থাকেন। ছুটির দিনে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, এভাবেই সময় কাটে তার।

কিডম্যান বলেন, ‘মা বিষয়টি শুধুই আনন্দের। সেটা জৈবিক হোক কিংবা দত্তক নিয়ে হোক, মা সবসময়ই মা। কিথ সবসময়ই বলে আমার মাঝে মাতৃত্ব ব্যাপারটি বেশি। আমার কথাটি ভালো লাগে। আমি পরিবারের বড় সন্তান ছিলাম। বড়রা সবসময়ই সবকিছুর খেয়াল রাখতে ভালোবাসে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএইচ/এমএম/