এ এক অন্য মৌসুমী হামিদ

নাটকের একটি দৃশ্যে রানী বাহিনীর সদস্যরা ও ভাইয়ের মৃতদেহপঁচিশ বছর পর হারিয়ে যাওয়া ছোট বোনকে খুঁজতে এসে বোনের হাতে প্রথমে জিম্মি পরে খুন হন ভাই সামির! পরিবারের ঐতিহ্যের বন্দুক খুঁজতে এসে ছোট বোনের হাতে এই নির্মম খুন।
আর এই বোনের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। যে চরিত্রটি মূলত জলদস্যু, রানী বাহিনীর প্রধান। চরিত্রের নাম রানী।
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এমন ভয়ঙ্কর গল্পের টেলিফিল্ম ‘বাদাবন’। মৌসুমী তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল চরিত্র বলেই দাবি করছেন এটিকে।
এর গল্প প্রসঙ্গে মৌসুমী জানান, সুন্দরবনের বিখ্যাত জলদস্যু রানী বাহিনী। এই রানী প্রয়াত জলদস্যু জালালের পালক কন্যা। প্রায় পঁচিশ বছর আগে রানীকে অপহরণ করেছিলো জালাল, সে সময় রানীর বাবা মারা যায়। খোয়া যায় পারিবারিক ঐতিহ্যবাহী বন্দুক ও একমাত্র কন্যা রানী। রানীর মা ও ভাই সামির প্রাণে বেঁচে ফিরে আসে, তারপর অনেক চেষ্টা করেও রানীকে উদ্ধার করা যায়নি।
২৫ বছর পর রানীর মা মারা গেলে ভাই সামির তাকে খুঁঁজতে আসে সুন্দরবনে। ততোদিনে রানী গড়ে তোলেন বাহিনী।
নাটকের একটি দৃশ্যে মৌসুমী হামিদ ও তার সহযোগী উজ্জল মাহমুদআস্তানায় জিম্মি অবস্থায় রানীকে দেখে কখনও চিন্তাও করতে পারেনি সামির, এটা তার আপন হারিয়ে যাওয়া ছোট বোন। যে বোনের হাতে অবশেষে খুনই হন একমাত্র ভাইটি।
‘বাদাবন’ টেলিফিল্মে মৌসুমী ছাড়া আরও অভিনয় করেছেন আফরান নিশো, মামুনুর রশীদ, হিন্দোল রায়, উজ্জল মাহমুদ, এজাজ বারী, আমানুল হক হেলাল প্রমুখ।
বাংলাভিশনে টেলিফিল্মটি প্রচার হবে ২৯ জুন বেলা ২টা ১০ মিনিটে।
এস-এমএম