বন্ধু কেমন আছিস বল...

জয় শাহরিয়ার ও মিনার রহমানকাঁধে কাঁধ রেখে চলতে পারা/ অযথাই দুজন ঝগড়া করা/ চায়ের কাপে ঝড়/ প্রিয় চেনা শহর/ স্বপ্নগুলো ছুঁতে চাওয়া/ হঠাৎ কোনও গল্প পাওয়া/ খেলার মাঠে ধুলো/ আহ্ স্মৃতিগুলো.../ বন্ধু কেমন আছিস বল/ বন্ধু স্বপ্ন ছোঁব চল...

এমন কথা কণ্ঠে নিয়ে এবারের বন্ধু দিবসে (৬ আগস্ট) হাজির হলেন সময়ের জনপ্রিয় শিল্পী মিনার। গানটির কথা-সুর-সংগীত করেছেন জয় শাহরিয়ার। যা ৫ আগস্ট প্রকাশ পেয়েছে আজব রেকর্ড-এর ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে মিনার বলেন, ‘‘জয় ভাই আমার খুব কাছের বড় ভাই এবং সিনিয়র বন্ধুও বটে। ওনার গান আমার খুব প্রিয়। এর আগে তার সুরে ‘শতেক ভুল’ নামের একটি গান করলেও এই প্রথম ওনার লেখা ও সুরে কাজ করা। খুব ভালো লেগেছে গানটা করে, কারণ এটি বন্ধুত্বের গান। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে।’’
এদিকে গানটি প্রসঙ্গে এর গীতিকার-সুরকার-প্রযোজক-পরিবেশক জয় শাহরিয়ার বলেন, ‘বন্ধু নিয়ে এটা আমার দ্বিতীয় গান। গানটি করার পর আমার মনে হয়েছে মিনারের কথা। যার কণ্ঠে কথাগুলো সবচেয়ে ভালো মানাবে, তাই নিজে না গেয়ে খুব প্রিয় গানটি মিনারের কণ্ঠেই তুলে দিলাম। বন্ধুত্বের গান বলে কথা। আশা করছি ভালো লাগবে সবার।’
গানটির ইউটিউব লিংক:

/এমএম/