নওশাবার পুত্রবধূ চম্পা!

দাদি চরিত্রে নওশাবা‘এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।’

পল্লীকবি জসীম উদদীনের বিখ্যাত কবিতা ‘কবর’-এর লাইনগুলো এবার ভিন্নভাবে দেখা যাবে! এটি থেকে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। কারণটা হলো, কবিতা থেকে স্বনামেই নির্মাণ হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এতে মুখ্য চরিত্র ‘দাদি’ হিসেবে অভিনয় করেছেন নওশাবা। মজার বিষয় হচ্ছে, ছবিতে নওশাবার পুত্রবধূ হিসেবে হাজির হচ্ছেন অভিনেত্রী চম্পা। দাদার চরিত্রে তারিক আনাম খান ও তার ছেলের ভূমিকায় আছেন শিমুল খান।
ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। মানিকগঞ্জ ও পুবাইলের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে। আরও একদিন স্বল্পদৈর্ঘ্যটির শুটিং হবে।ছবিতে চম্পা

নওশাবা বললেন, ‘এটা শুধু কবিতা নয়, পল্লী কবির মাটির গল্প, মায়ার গল্প। বেশ কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে কাজ করলাম। এটা খুবই নিরীক্ষাধর্মী কাজ হচ্ছে। এর দৈর্ঘ্য’ হবে ১৫ মিনিট।’
নির্মাতা রাশিদ পলাশ জানান, ঈদুল আজহার পর চলচ্চিত্রটি নিয়ে উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়াও এটি ইউটিউবে মুক্তি পাবে। স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করছে পূণ্য ফিল্মস।

/এমআই/এম/