নায়করাজের সম্মানে নীরবতা পালন করে শুরু ‘বেপরোয়া’

দেশীয় চলচ্চিত্রের প্রবাদ পুরুষ নায়করাজ রাজ্জাকের চিরবিদায়ের সপ্তাহ পেরোয়নি। তাকে হারানোর শোক কাটেনি এখনও। ‘বেপরোয়া’ নামের একটি ছবির মহরতের শুরুতেই দেখা গেলো সেই রেশ।

রাজ্জাকের জন্য ‘বেপরোয়া’ ছবির মহরতে নীরবতা পালন (ছবি: সাজ্জাদ হোসেন)রবিবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর কাওরান বাজারে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আহ্বানে কলাকুশলী ও অতিথিরা এক মিনিট নীরবতা পালন করলেন কিংবদন্তি অভিনেতার সম্মানে। এখানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নীরবতা পালন ছাড়াও নায়করাজ অভিনীত বেশকিছু ছবির অংশবিশেষ ও গান দেখানো হয় পর্দায়। এ আয়োজন সঞ্চালনা করেন পরিচালক জাকির হোসেন রাজু। 
ববি ও রোশান (ছবি: সাজ্জাদ হোসেন)‘বেপরোয়া’য় প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ববি ও এ প্রজন্মের চিত্রনায়ক রোশান। এটি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। তবে প্রযোজক আবদুল আজিজ বললেন, ‘পরিচালক পাশের দেশের হলেও এটি যৌথ প্রযোজনার ছবি নয়।’

ছবির নাম ‘বেপরোয়া’ কেন? এমন প্রশ্নের উত্তরে রোশান বললেন, ‘আমার চরিত্রটি ওইরকমই।’ তবে ববির কথায়, ‘আমাকে এ ছবিতে গেমসপ্রিয় মেয়ে হিসেবে দেখা যাবে। আপাতত এর বেশিকিছু বলতে চাই না।’

কেক কেটে ‘বেপরোয়া’ ছবির মহরতরাজা চন্দ এর আগে বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও কলকাতার সোহমকে নিয়ে যৌথ প্রযোজনায় ‘ব্ল্যাক’ ছবিটি পরিচালনা করেন। এছাড়া কলকাতার ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘কেলোর কীর্তি’, ‘আমার আপনজন’, ‘লাভেরিয়া’সহ বেশকিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি।