রোহিঙ্গা ক্যাম্পে যাবেন চলচ্চিত্র শিল্পীরা

মানববন্ধনে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার (ছবি: সংগৃহীত)মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার প্রতিবাদ ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করলো বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তর্জাতিক চাপ তৈরিতে কাজ করবে বলে এখানে জানিয়েছেন তারা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন রূপালি পর্দার শিল্পী ও কলাকুশলীরা।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গারা যে বর্বরোচিত নিপীড়নের শিকার হচ্ছে, তার প্রতিবাদে আজ আমরা একত্র হয়েছি। শিগগিরই আরও কিছু উদ্যোগ নেবো।’

উদ্যোগগুলো কী কী? এ প্রশ্নের উত্তরে জায়েদ খান আশ্বাস দিয়ে বলেন, ‘আগামীকাল চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সমিতির বৈঠক হবে। বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে আমরা যাওয়ার পরিকল্পনা করেছি। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। শরণার্থীদের জন্য ত্রাণ সংগ্রহেরও চেষ্টা করবো আমরা।’

মানববন্ধনে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার (ছবি: সংগৃহীত)চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক, রুবেল, রিয়াজ, ফেরদৌস, হেলাল খান, আমিন খান, মিশা সওদাগর, অঞ্জনা, জায়েদ খান, সুজাতা, পরিচালক আমজাদ হোসেন, মুশফিকুর রহমান গুলজার, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, মোহাম্মদ হোসেন জেমীসহ অনেকে।