স্থিরচিত্রে সালমান শাহ্ (অ্যালবাম)

সালমান শাহ্। যে অধ্যায়ের পাতায় পাতায় বর্ণাঢ্যতা। মাত্র চার বছর চলচ্চিত্রে কাজ করতে পেরেছেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিক মৃত্যুর আগে অভিনয় বৈচিত্র্য আর উপস্থিতিতে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্যরকম উচ্চতায়। শিল্পীদের সঙ্গে পর্দা ভাগাভাগি ছাড়াও আড্ডায় তিনি ছিলেন প্রাণোচ্ছ্বল। এর প্রমাণ পাওয়া যায় বিভিন্ন স্থিরচিত্রে। ক্ষণজন্মা এ নায়কের জন্মদিন আজ ১৯ সেপ্টেম্বর। দিনটিকে বিশেষভাবে তুলে ধরতে থাকছে ফটোফিচারের এ আয়োজন। নিচে সালমান শাহ্’র জীবনের কিছু স্থিরচিত্র থাকলো।
পরিবারের সঙ্গে সালমান শাহ্


* বাবা, মা ও ছোট ভাইয়ের সঙ্গে সালমান শাহ্।
সালমান শাহ ফটো-১৯* ছোট ভাই ও বন্ধুর ছেলেদের সঙ্গে সালমান শাহ্।
সালমান শাহ ফটো-১৮* খালা সালমা জামান চুমকির মেয়ে মম’র সঙ্গে সালমান শাহ্ (ডানে)।
সালমান শাহ ফটো* মামা জগলুল হায়াতের সঙ্গে সালমান শাহ্।
সালমান শাহ ফটো-২২* মামা আলমগীর কুমকুমের সঙ্গে সালমান শাহ্।
সালমান শাহ ফটো-২* শুটিংয়ের ফাঁকে প্রয়াত হুমায়ুন ফরীদি (সবার ডানে) ও অন্যান্যদের সঙ্গে সালমান শাহ্।
সালমান শাহ ফটো-১৫* টানা হিট ছবি উপহার দিয়ে অল্প সময়ে সালমান শাহ্ পরিণত হন স্বপ্নের নায়কে। 
সালমান শাহ ফটো-১৬* চলচ্চিত্রে সালমান শাহ্’র আবির্ভাব তৈরি করেছিল তারুণ্যের উচ্ছ্বাস।
সালমান শাহ ফটো-১৭* সালমান শাহ্’র শূন্যতা পূরণ হয়নি আজও। 
সালমান শাহ ফটো-১২* ‘স্বপ্নের পৃথিবী’ ছবিতে সালমান শাহ্।


সালমান শাহ ফটো-৮* ‘প্রেম যুদ্ধ’ সালমান শাহ্, লিমা ও শিশু শিল্পী।
সালমান শাহ ফটো-২১* ‘প্রেম যুদ্ধ’ ছবির আরেকটি দৃশ্য।
21687124_1137109439724275_3183750929237397482_o* আনোয়ারার সঙ্গে সালমান শাহ্।
সালমান শাহ ফটো-৭* ডলি জহুরের সঙ্গে সালমান শাহ্।
21316148_1128122567289629_7258032238287216744_o* ‘এই ঘর এই সংসার’ ছবিতে (বাঁ থেকে) আলীরাজ, বুলবুল আহমেদ ও রোজী আফসারীর সঙ্গে সালমান শাহ্।
12208842_700558516712705_2513959121346532749_n* ‘সত্যের মৃত্যু নেই’ ছবির পরিচালক ও সংলাপ রচয়িতা ছটকু আহমেদের সঙ্গে সালমান শাহ্।
21427453_1128030613965491_7711953404336377470_o* ‘প্রিয়জন’ ছবিতে সালমান শাহ্ ও রিয়াজ।
14079863_836019129833309_4596683094270374097_n* নব্বই দশকে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা সালমান শাহ্’র ভিউকার্ড কিনতো।


salman-shah-2* প্রস্থানের ২১ বছর পেরিয়ে আজও উন্মাদনার আরেক নাম সালমান শাহ্।
21753130_974731302700845_8115145537555236369_o* সালমান শাহ্ চিরনিদ্রায় শায়িত আছেন সিলেটের পুণ্যভূমি হযরত শাহজালালের মাজারের পাশে।