রোহিঙ্গাদের নিয়ে প্রামাণ্যচিত্র

বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের ফাইল ছবি (বাংলা ট্রিবিউন)মিয়ানমারের রাখাই রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর তৈরি হলো একটি প্রামাণ্যচিত্র। নাম ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’। ইংরেজি ভাষায় এটি নির্মাণ করেছেন জসিম আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ছবিটির ব্যাপ্তি পাঁচ মিনিট।

প্রামাণ্যচিত্রটি পুরোটাই রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মোবাইল ফোনে ধারণ করেছেন নির্মাতা। পরে ঢাকায় ফিরে ল্যাপটপে সম্পাদনা করেছেন তিনি। একটি শরণার্থী দলের আশ্রয় নেওয়াকে ঘিরে গল্প শুরু হয়। শেষে দেখা যায় শরণার্থীদের আরেকটি দলের আসা নিয়ে। 
নির্মাতা জসিম জানান, প্রামাণ্যচিত্রটিতে মানবাধিকার লঙ্ঘনের বার্তা দিতে চান তিনি। ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ নামকরণ প্রসঙ্গে তার ভাষ্য, ‘গল্পে রোহিঙ্গা শিশু একজোড়া স্যান্ডেল দেখায়। আমার প্রশ্ন হলো সে কাকে দেখায়? উন্নত বিশ্ব, ক্ষমতাধর রাষ্ট্র নাকি মিয়ানমার সরকারকে যারা অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে তাদেরকে। ইচ্ছে আছে কোনও উৎসবে ডকুমেন্টারিটা জমা দেবো।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলা ভাষায় একটি পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণের পরিকল্পনাও আছে জসিম আহমেদের। ১৯৭১ সালের প্রেক্ষাপটে তার স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাগ’ অংশ নিয়েছে ৭০তম কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে।