নেপালে বাংলাদেশের প্রশংসিত ১২ ছবি

নেপালের কাঠমান্ডুতে একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে এবারের ফোকাস কান্ট্রি বাংলাদেশ। এ আয়োজনে থাকছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রশংসিত ১২টি ছোট দৈর্ঘ্যের ছবি। এগুলো দেখানো হবে ‘মেড ইন বাংলাদেশ’  শীর্ষক বিভাগে।
কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি।আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে উৎসবটির পঞ্চম আসর। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য ‘লেট দেয়ার বি লাইট’। আয়োজকরা মনে করেন, এবারের ছবিগুলোর নির্মাতারা আগামীতে নতুন প্রজন্মের কাছে আলোর দিশারী।
একাদেশমায় নির্বাচিত বাংলাদেশি প্রশংসিত ছবিগুলো হলো- তাসমিয়া আফরিন মৌ এর ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, আবু শাহেদ ইমনের ‘দ্য কন্টেইনার’, ইশতিয়াক জিকোর ‘৭২০ ডিগ্রিস’, রাজীব আহসানের ‘পাপেট’, ফাহাদ খানের ‘কোল্ড স্টোরেজ’, আবরার আতাহারের ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’, সাইফুল ফারদিনের ‘বোট অব লাইফ গোইং ইন পাহাড়তলী’, মাহদী হাসানের ‘ডেথ অব অ্যা রিডার’, জান্নাতুল ফেরদৌস আইভির ‘নীরবে’ এবং  মাহমুদ আবু নাসেরের ‘এমআরপি’।
একই নির্মাতার মধ্যে নুরুজ্জামান খানের ‘মেন উইথ নো নেম’ ও ‘চিকেন ফক্স’ ছবি দুটিও স্থান পেয়েছে বাংলাদেশ থেকে।
এদিকে এমন একটি উৎসবে ফোকাস কান্ট্রি বাংলাদেশকে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপালের এই উৎসবের প্রশংসা করছেন চলচ্চিত্রপ্রেমীরা।