ঢাকায় জাভেদ আখতার-শাবানা আজমি

আজ (২৫ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকায় পৌঁছেছেন ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি ও তার স্বামী গীতিকবি জাভেদ আখতার।
সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে ‘কাইফি অউর ম্যায়’ শিরোনামের একটি বিশেষ নাটক মঞ্চস্থ করবেন এই তারকা দম্পতি। 
আয়োজক ব্লুজ কমিউনিকেশনস জানায়, সন্ধ্যার আয়োজনে উর্দু সাহিত্যের স্বনামধন্য কবি কাইফি আজমির জীবন মঞ্চে তুলে আনবেন শাবানা ও জাভেদ। ভারতের চলচ্চিত্রে উর্দু সাহিত্যকে জনপ্রিয় করায় কাইফি আজমির অবদান অনেক।
শাবানা আজমির পিতা কবি কাইফি আজমি’র জীবনীনির্ভর মঞ্চনাটক এটি। কবি কাইফি আজমিকে নিয়ে শওকত কাইফির বই ‘ইয়াদ কি রেহগুজার’ থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমির কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকটির গল্প।
জাভেদ আখতার-শাবানা আজমির নাটকের পাশাপাশি এ আয়োজনে গজল পরিবেশন করবেন জসিন্দর সিং।