‘ভবঘুরে’ সিনেমায় হঠাৎ পূর্ণিমা

পূর্ণিমা। ছবি- সংগৃহীতনতুন ছবির ঘোষণা দিয়েছেন ‌‘লালটিপ’ ও ‘পরবাসিনী’খ্যাত পরিচালক স্বপন আহমেদ। এর নাম ‘ভবঘুরে’। ছবিতে নায়িকা হিসেবে প্রথমে তানজিন তিশার কথা ভাবা হলেও ভিসা জটিলতার কারণে তা হচ্ছে না।
তবে নতুন নায়িকা নির্বাচনেও চমকে দিলেন পরিচালক। এখানে আসছেন নায়িকা পূর্ণিমা। বলা যায়, এ ছবির মাধ্যমেই পুরোদমে কাজে ফিরতে যাচ্ছেন এই চিত্রনায়িকা।

তিশা বাদ পড়ার কারণ হিসেবে জানা যায়, গল্পের প্রয়োজনে পরিচালক স্বপন আহমেদের ‘ভবঘুরে’ সিনেমার পুরো শুটিং হবে ফ্রান্স ও সুইজারল্যান্ডে। এরইমধ্যে অন্য শিল্পীদের ভিসা হয়ে গেলেও তিশার ভিসা হয়নি। তাই তিশা ফ্রান্সে যেতে পারছেন না।
কিন্তু এখানেও ‌একটি প্রশ্ন থেকে যাচ্ছে। শেষ পর্যন্ত শুটিংয়ে পূর্ণিমা যাচ্ছেন কি না, তা নির্ভর করছে ভিসাপ্রাপ্তির ওপর। আজ (৩১ অক্টোবর) ভিসার জন্য মুখোমুখি হবেন পূর্ণিমা।

পরিচালক স্বপন আহমেদ ফ্রান্স থেকে বলেন, ‘১২ নভেম্বর শুটিং শুরুর পরিকল্পনা করছি। দেশের পাশাপাশি ফ্রান্স থেকেও কয়েকজন অভিনয় করবেন এই ছবিতে।’
পরিচালক আরও জানান, প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘ভবঘুরে’ সিনেমার কাহিনি।
উল্লেখ্য, পূর্ণিমা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ছায়া-ছবি’। এতে তার সহশিল্পী আরিফিন শুভ। ২০১২ সালে এর শুটিং হলেও ছবিটি এখনও মুক্তি পায়নি।