‌‘সাংবাদিকতা আর মলম বিক্রি গুলিয়ে ফেলবেন না'

সোমবার দুপুরে ফেসবুকে অপর্ণার পোস্ট করা ছবি ভীষণ চটেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। কারণটা কিছু ভুঁইফোড় অনলাইন মিডিয়া। যেখানে দৃষ্টিকটুভাবে এ শিল্পীর মৃত্যু খবর প্রকাশিত হয়েছে।
শিরোনামেও তা নিশ্চিত করা হয়। অথচ এটি একটি টিভি নাটকে অপর্ণা অভিনীত চরিত্রটির মৃত্যু দৃশ্যের ঘটনা।
বিষয়টি নিয়ে বেশ বিব্রত এ শিল্পী। শুটিংয়ের কাজে তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অপর্ণা। বলেন, ‘আমি শুটিংয়ের জন্য মালয়েশিয়াতে আছি। আর আপনাদের এই অযোগ্য সাংবাদিকতার কারণে আমার পরিবার থেকে পরিচিতজনসহ- সবাই যে কী পরিমাণ দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছে, তা নিশ্চয়ই আপনাদের ১৪০০ গ্রামের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করা সম্ভব হবে না। সাংবাদিকতা আর মলম বিক্রি একসাথে গুলিয়ে ফেলবেন না।’
মূলত ‘নীল কাদা আবরণ’ নামের নাটকের মৃত্যু দৃশ্যকে ঐ সংবাদের শিরোনামে আনা হয়েছে। লেখা হয়, ‘জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ নিহত!’
এদিকে জানা যায়, গত সপ্তাহে অপর্ণা মালয়েশিয়া গিয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালমপুরে বেশ সুন্দরভাবেই শুটিংয়ের কাজ করছেন তিনি।