জাতীয় সংগীতে নতুন মাত্রা

সংগীত পরিচালক অদিত ও কণ্ঠশিল্পীরাএটা নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশের জাতীয় সংগীতে নতুন মাত্রা যোগ হলো। আগেও হয়েছে, তবে সেসবে আলোচনা-সমালোচনাও তৈরি হয়েছে। এবারের আয়োজন থেকে শুধু প্রশংসা পাওয়ারই কথা, তেমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তরুণ সংগীত পরিচালক অদিতের নেতৃত্বে দেশের ৩০জন বিভিন্ন প্রজন্মের-ধারার শিল্পী কণ্ঠ দিয়েছেন কবি গুরুর অনবদ্য সৃষ্টি ‘আমার সোনার বাংলা’ গানটিতে। যেখানে কথা-সুর ঠিক রেখে ভিন্ন মাত্রার একাপেলা সংগীতায়োজন যুক্ত হয়েছে দারুণভাবে। এছাড়া গানটির ভিডিও উপস্থাপনাও বেশ নতুন ও নান্দনিক।
জাতীয় সংগীতের এই নতুন অডিও এবং ভিডিওটি প্রকাশ পেয়েছে ১৭ ডিসেম্বর অদিতের ইউটিউব চ্যানেলে। যেখানে গানটি শুরুর আগেই শ্রোতা-দর্শকদের কাছে খানিক বক্তব্য তুলে ধরেন র‌্যাপার তৌফিক। জানান, ‘শিল্প শুধু পণ্যের জন্যে নয়। শিল্প বাঁচুক, বাঁচুক শিল্পী। তাইতো পরিপূর্ণভাবে শিল্পমুখী আমাদের এই প্রয়াস। সম্পূর্ণভাবে বাণিজ্যিক চিন্তা মুক্ত।’
অদিত ছাড়াও নতুন আবহে সাজানো এবারের জাতীয় সংগীতে কণ্ঠ দিয়েছেন বালাম, তাহসান, মুন, এলিটা, শুভ, জুলি, তৌফিক, ফারশিদ, জিবরান, মালা, জেফার, দোলা, নীলয়, ঋদি, আসিফ, নাবিল, সারাহ, ডোরা, শৌভিক, মাশা, তামিম, হাসিব, ফয়সাল, নাদিম, বাম্মী, নাজিয়া, মুনিম, অভিষেক, সাদী ও রাহুল।
অদিত জানান, টানা এক সপ্তাহ ধরে গানটির কাজ করেছেন। তিনি বলেন, ‘যখন কোথাও আমাদের জাতীয় সংগীত বেজে ওঠে, বুকের মধ্যে অন্য রকম একটা অনুভূতি হয়। সেখান থেকেই কাজটি করার ইচ্ছা হলো। গানটিতে মুখ ও হাতের আওয়াজের মাধ্যমে (একাপেলা পদ্ধতি) সবাই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তৌফিক। আশা করি বাণিজ্যমুক্ত দেশপ্রেমের এই প্রয়াসটি সবার ভালো লাগবে।’
জাতীয় সংগীতের নতুন আয়োজনের ভিডিও: