কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তথা জন্মজয়ন্তী (৮ মে) উপলক্ষে গানচিত্র উপহার দিলেন কিংবদন্তি মিতা হকের যোগ্য উত্তরসূরি কণ্ঠশিল্পী জয়িতা। তিনি নতুন করে গাইলেন কবিগুরুর গান ‘এই তো তোমার প্রেম’।
লাবিক কামাল গৌরবের সংগীতায়োজনে এই গানটির ভিডিও তৈরি করেছেন সাকী ব্যানার্জি। ক্যামেরায় ছিলেন এশা ইউসুফ। গানচিত্রটি প্রকাশ হয়েছে ৭ মে, জয়িতার সোশ্যাল হ্যান্ডেলে।
জয়িতা জানান গানটি তৈরির পেছনের গল্প। তিনি বলেন, ‘এতো আন্তরিক হয়ে ভালোবেসে গানটা করে দেয়ার জন্য লাবিক কামাল গৌরবকে অনেক অনেক ধন্যবাদ! মাত্র এক দিনের সিদ্ধান্তে, দুই ঘণ্টায় চরম অসুস্থরা ভেতরেও আমাদের এশামনি ভিডিওটা শুট করে দিয়েছে সাকীর নির্দেশনায়! জীবনে ধাক্কা দেয়ার জন্য তোমরাই যথেষ্ট!’
ভিডিওতে জয়িতা মডেল হিসেবে ঠোঁট মেলালেও রয়েছে তার সঙ্গে নাচের একটি অংশ। সেটি নেচেছেন দেশের অন্যতম গৌড়ীয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস।
জয়িতা বলেন, ‘আমার সিম্পল ভিডিওটাকে একটু গর্জিয়াস করতে প্রিয়াঙ্কার উপস্থিতি চেয়েছিলাম। তার বন্ধুত্ব ও আন্তরিকতার জন্য আমি সব সময়ই নিজেকে ভাগ্যবান মনে করি!’
বলা দরকার, বাবা অভিনয়ের মানুষ, খালেদ খান ওরফে যুবরাজ। মা মিতা হক, নন্দিত রবীন্দ্রসংগীতশিল্পী। তাদের একমাত্র আলো কিংবা উত্তরসূরি জয়িতা। অনেক আগেই জয়িতা বেশ কয়েকটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম ও গান প্রকাশ করে জানান দিয়েছিলেন, বাবা নয় মায়ের পথেই হাঁটছেন মেয়ে। তারই শেষ প্রতিধ্বনি ‘এই তো তোমার প্রেম’।