সুবিধাবঞ্চিত শিশুদের জন্য…

শবনম ফারিয়াশনিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎই ফেসবুক লাইভে এলেন শবনম ফারিয়া। তবে অন্যান্য লাইভের চেয়ে একটু আলাদা। কারণ তিনি ভিন্ন একটা আহ্বান জানালেন সবার কাছে।

‘প্রজেক্ট আলোকিত শিশু’ নামের একটি সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে। তাদের জন্য একটি স্কুল তৈরি করতে ফান্ড গঠন করতে যাচ্ছে সংগঠনটি। আর এ জন্য ২৫ ডিসেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। সেখানেই অংশ নেওয়ার জন্য আহ্বান জানান শবনম ফারিয়া।
তিনি বলেন, ‘এটি পুরোপুরি সেচ্ছাসেবীদের সংগঠন। আমার এক জন্মদিনে সেই শিশুদের সঙ্গে কাটিয়েছিলাম। কালকের অনুষ্ঠানেও আমি যাব। আরও যাবেন সিয়াম, মৌসুমী, ঊর্মিলা, প্রভাসহ অনেকে।’
জানা গেছে, ‘আলোকিত শিশু ফেস্ট’ নামের এ অনুষ্ঠানটি হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।
এতে আরও অংশ নেবেন শম্পা রেজা, চঞ্চল চৌধুরী, আরেফ সায়েদ, সোলায়মান সুখন, প্রীত রেজা, আনন্দ, ফয়সাল রদ্দিসহ অনেকে।
প্রোজেক্ট আলোকিত শিশু গত দুই বছর ধরে মুন্সিগঞ্জের বেদে সম্প্রদায়ের বাচ্চাদের পড়াশুনা শিখিয়ে আসছে। তাদের জন্যই করা হচ্ছে এই ‘আলোকিত শিশু ফেস্ট’!
আগামীকালের অনুষ্ঠানের টিকিট মূল্য রাখা হচ্ছে ৫০০ টাকা। এটি সংগ্রহ করা যাবে তাদের ফেসবুক পেজের মাধ্যমে।

ফারিয়ার ফেসবুক লাইভ: