১৭ বছর পর অ্যালবামে ফেরা

৯০ দশকের ব্যান্ড ‘মুখোশ’। তাদের প্রথম সেলফ টাইটেল অ্যালবাম প্রকাশ পায় ২০০০ সালে সাউন্ডটেকের ব্যানারে। এরপর টানা ১৭ বছর অ্যালবামের বাইরে কেটেছে দলটির। সদস্যরাও হয়েছেন দলছুট।
সেই ‘মুখোশ’ অনেকটা চমকে দিয়ে আজ (২৪ ডিসেম্বর) প্রকাশ করেছে তাদের ২য় অ্যালবাম! নাম ‘ডিজিটাল ভালোবাসা’। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ব্যান্ড সদস্যরা।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট রাজু বলেন, ‘পেশাগত কারণে প্রায় ১৭ বছর আমরা ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। দীর্ঘ সময় পর সবাই আবার এক হয়ে নতুনরূপে আসলাম। আমরা আসলে ক্ষণিকের কিংবা ডিজিটাল ভালোবাসা চাই না। সেই ভাবনা থেকে আমাদের এই নতুন আয়োজন। আশা করছি এখন থেকে আবার আমরা নিয়মিত হবো।’
ব্যান্ডের প্রধান ও ড্রামার রোজ বলেন, ‘এখনকার গান কেমন জানি হয়ে গেছে। গানের কথা ও সুর বদলে গেছে। সেই অভাববোধ থেকে ভিন্ন কিছু নিয়ে ফিরে আসলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
‘ডিজিটাল ভালোবাসা’ অ্যালবামে স্থান পেয়েছে মাত্র দুটি গান। এর মধ্যে একটির ভিডিও তৈরি হয়েছে বলে জানান ‘মুখোশ’-এর বর্তমান দুই সদস্য।