এবার ‘সুলতান সুলেমান: কোসেম’

কোসেমদীপ্ত টিভিতে প্রচার হওয়া আলোচিত বিদেশি মেগা সিরিয়াল ‘সুলতান সুলেমান’ শেষ হয়েছে। এটি ছিল তুরস্কের অটোমান সাম্রাজ্যের অধিপতি সুলতান সুলেমানকে নিয়ে নির্মিত সিরিজ।
এবার টিভি চ্যানেলটি আনছে তার বংশধরকে নিয়ে তৈরি ধারাবাহিক। এর নাম ‘সুলতান সুলেমান: কোসেম’। এটিও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক।
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিট ও রাত ১০টায় এটি নিয়মিত প্রচার হবে।
সুলতান সুলেমানের দৌহিত্র সুলতান তৃতীয় মুরাদের উত্তরসূরি দৌহিত্র সুলতান আহমেদ ও তার সন্তানদের রাজত্বকালকে কেন্দ্র করে নির্মিত তুরস্কের এই জনপ্রিয় মেগা সিরিয়াল।
দীপ্ত টিভি জানায়, এবারও তারা নিজস্ব টিম দিয়ে পুরো ধারাবাহিকটির ডাবিং করিয়েছেন। তাই সিরিজটি আগের মতোই দর্শকপ্রিয়তা পাবে বলে তাদের বিশ্বাস।