জয় বাংলা কনসার্টে এ প্রজন্মের ৮ ব্যান্ড

জয় বাংলা কনসার্টএবারও যথাসময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের অন্যতম আয়োজন ‘জয় বাংলা কনসার্ট’। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেওয়া ঐতিহাসিক ‘৭ মার্চের ভাষণ’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন হয়ে আসছে গেল ক’বছর ধরে।
ইয়াং বাংলা’র আয়োজনে চলতি প্রজন্মের ৮টি ব্যান্ড মাতাবে এবারের আসর। ৭ মার্চ, বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই কনসার্টে এবার অংশ নিচ্ছে ব্যান্ড আর্টসেল, চিরকুট, পাওয়ারসার্জ, লালন, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য ও নেমেসিস।
আয়োজক সূত্রে জানা গেছে, ৭ মার্চ কনসার্টের গেট খোলা হবে দুপুর ১টায়, চলবে রাত ১১টা পর্যন্ত। যেখানে ব্যান্ডগুলো তাদের নিজস্ব গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশ কিছু গান নিজেদের মতো করে পরিবেশন করার কথা রয়েছে।