শহর নিয়ে জয় শাহরিয়ারের গান

এই যে আমার শহর, একলা একা/ সোডিয়াম আলোয় ভেসে যায়/ কতো স্বপ্নবহর ভাঙছে তবুও/ বলো তাতে কার কিবা এসে যায়...। কথাগুলো জয় শাহরিয়ারের। নিজের সুরে কণ্ঠ দিয়েছেন নিজেই।
আজব কারখানার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। গানের কথা ধরে যে ভিডিওতে উঠে এসেছে এই শহরের রাত, সোডিয়াম বাতি, একলা মানুষ, ভবঘুরে কুকুর কিংবা রিক্সা-গাড়ির ব্যস্ততা। এতে মডেল হয়েছেন জয় শাহরিয়ার নিজেই।
নাগরিক দুঃখগাথা এই গানটি প্রসঙ্গে জয় বলেন, ‘আমি বরাবরই নিজের উপলব্ধি থেকে গান তৈরির চেষ্টা করি। এবারও তাই হলো। বরং এবার আমি আমার আরও ভেতরে যাওয়ার চেষ্টা করেছি গানটি দিয়ে। কারণ এই শহরেই আমার জন্ম, শৈশব, কৈশোর, যৌবন এবং বেড়ে ওঠা। মাঝে মাঝে মনে হয়, এই শহরটা আমার সবকিছু পেরিয়ে সবচেয়ে কাছের কেউ। তাই ভেবেই গানটি করা। ফলে গান-ভিডিওটি কারও ভালো লাগলে আমি প্রীত হবো।’
১৫ মার্চ ‘আমার শহর’ প্রকাশ পেয়েছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামোজ রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে।