নারীদের পক্ষে দাঁড়াতে ‘চকোলেট’

শতাব্দী ওয়াদুদ। ছবি- সংগৃহীতনারীদের পক্ষে দাঁড়াতে কয়েকদিন আগে ফেসবুকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন পরিচালক আফজাল হোসেন মুন্না। এটি গ্রহণ করেছেন অনেকেই। তাদেরই একজন জসীম আহমেদ।
তার ছবির নাম ‘চকোলেট’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা শতাব্দী ওয়াদুদ। অপর প্রধান চরিত্রে থাকছেন গোলাম ফরিদা ছন্দা।

ছবিটির গল্পে দেখা যাবে—ফারজানা ও শফিক থাকে ঢাকার অভিজাত এলাকায়। বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা তারা। একমাত্র কন্যাসন্তান টিউলিপের বেড়ে ওঠার সঙ্গে ফারজানার মধ্যে ব্যাপক পরিবর্তন দেখে শফিক। বাসায় কোনও পুরুষ অতিথি এলেই অস্বাভাবিক আচরণ করে ফারজানা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে দু’জনের কাছেই তা অসহনীয় ঠেকে।

একসময় শফিকের কাছে ফারজানাকে মানসিক রোগী মনে হতে থাকে। কিন্তু ফারজানা কোনোভাবেই তা মানতে রাজি নন। এ কারণে তারা আলাদা থাকার সিদ্ধান্তে পৌঁছান। ফারজানার এমন অস্বাভাবিক আচরণের কারণ খুঁজতে থাকেন স্বজনরা। এরপর সবাই মুখামুখি হন এক ভয়ংকর সত্যের, যা বদলে দিয়েছে ফারজানাকে।

নিজের নতুন স্বল্পদৈর্ঘ্য ছবি প্রসঙ্গে জসীম আহমেদ বলেছেন, ‘প্রতিদিনই কোনও না কোনোভাবে নারীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমার ছবিতে তেমন একটি চিত্র তুলে ধরবো, যা সচরাচর পর্দায় উঠে আসে না।’ছন্দা। ছবি- সংগৃহীত

‘চকোলেট’-এর শুটিং শুরু হবে আগামী ৩০ এপ্রিল থেকে। এর আবহসংগীত করবেন পার্থ বড়ুয়া। সাউন্ড ডিজাইনে থাকবেন রিপন নাথ।

জসীম আহমেদ এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ নির্মাণ করেন। এটি অংশ নেয় ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে। এরপর তিনি বানিয়েছেন রোহিঙ্গাদের ঘিরে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’। এটি অংশ নেবে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে। ইতোমধ্যে এই ছবিটি তুরস্কে পুরস্কার জিতেছে ও বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে অংশ নিয়েছে।জসীম আহমেদ