আবারও কনসার্টে ফিরছে বামবা

সংবাদ সম্মেলনে আয়োজক ও ব্যান্ডের প্রতিনিধিরাটানা ৪ বছর বিরতির পর ফের কনসার্টে ফিরছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। এবার সংগঠনটি করতে যাচ্ছে সিরিজ কনসার্ট। যার শুরুটা হবে আগামী ৩ মে থেকে।
ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার বসুন্ধরায় এটি হবে। নাম রাখা হয়েছে ‘বামবা লাইভ চ্যাপ্টার-১’। এতে অংশ নিচ্ছে মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, অর্থহীন, দলছুট, ম্যাক ও ঢাকা, পেন্টাগন, নেমেসিস, আর্বোভাইরাস, ভাইকিংস, শূন্য প্রভৃতি ব্যান্ড। সৌজন্যে আছে স্কাই ট্র্যাকার।
এই কনসার্ট সামনে রেখে আজ (২৪ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার সেন্টারের তৌফিক এ আজিজ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি ও মাইলস ব্যান্ডের দলপতি হামিন আহমেদ।
এদিকে বামবার সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু এই আয়োজন প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ইচ্ছে বছরে তিনটি করে এমন কনসার্ট করা। তাই প্রথম আয়োজনের নাম বামবা চ্যাপ্টার-১। যদি সব ঠিক থাকে তবে এগুলো সম্ভব।’
এদিকে কনসার্টে অংশ নিচ্ছে সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য মাইলস ব্যান্ড। ইতোমধ্যে ব্যান্ডটির মালিকানা নিয়ে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে টিপু বলেন, ‘এটা তাদের ব্যান্ডের বিষয়। তবে আমার কাছে যদি জানতে চাওয়া হয়, তাহলে বলব মালইস বলতে একটি দল। আমরা মাইলস বলতে হামিন আহমেদ, মানাম আহমেদ, তুর্য, ইকবাল আসিফ জুয়েলকেই বুঝি। শাফিন আহমেদ তো দল থেকে বেরও হয়ে গিয়েছিলেন। তবে এখানে আমার কথা বলার দরকার আছে বলে মনে করি না।’
এদিকে ‘বামবা লাইভ চ্যাপ্টার’ এর অন্যতম পৃষ্ঠপোষক ‘স্কাই ট্র্যাকার’ জানায় প্রতি বছর তিনটি করে এমন কনসার্ট হবে।
আর কনসার্ট উপভোগ কতে অনলাইনে নিবন্ধন করতে হবে। এর ঠিকানা- এখানে ক্লিক করুন
উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে রবি আজিয়াটার সাথে বামবা তিন দিনের রক ফেস্টিভাল করে।