গার্মেন্টস কর্মীদের জীবন নিয়ে চলচ্চিত্র

একটি দৃশ্যে জয়িতা মহলানবীশ‘শরীরবৃত্তীয়’ নামের একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’।
সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ সম্পন্ন হয়েছে। ফারুক মইনউদ্দিনের গল্প থেকে অনিক কান্তি সরকারের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।
নির্মাতা বয়াতি বলেন, ‘গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? প্রতিবছর ঈদের সময় তারা বেতন-ভাতার জন্য আন্দোলন করে। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
আরেকটি দৃশ্যচলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হোসেন।
শিগগিরই চলচ্চিত্রটি অন্তর্জালে মুক্তি পাবে বলে আশা করেন নির্মাতা।