‘অপরাধী’ গায়ক ‌আরমান আলিফের কাছেও অবিশ্বাস্য!

আরমান আলিফনেত্রকোণার ছেলে আরমান আলিফ। লেখাপড়া করছেন ঢাকা কমার্স কলেজে। ‘অপরাধী’ গানের সূত্র ধরে যার নাম সবার আলোচনায় উঠে এসেছে রাতারাতি।
এর আগেও আরমানের দুটি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে, নিজ উদ্যোগে। কিন্তু ‘দানে দানে তিন দান’ যেন মিলে গেল এবার!
তার তিন নম্বর গান ‘অপরাধী’ এখন ইউটিউবে বাংলাদেশের সব রেকর্ড ছিন্নভিন্ন করে দিচ্ছে! গানটির ভিউ এখন সাড়ে তিন কোটিরও বেশি।
দেদারসে এ গানটির কাভার গাইছেন অসংখ্য শ্রোতা। কীভাবে এলো এ সাফল্য- বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে এমন প্রশ্নে কিছুটা ভাবলেন! তারপর আলিফের সরল উত্তর, ‘আমি ঠিক জানি না। হয়তো গানের কথা অনেক সহজ। অনেকের জীবনের সঙ্গে মিলে যায়! তাই।’
অনেকে মনে করেন, ‌‌‘অপরাধী’-ই আলিফের প্রথম গান। তবে তারও আগে দুটি গান করেছেন তিনি। সেগুলোও মোটামুটি সাড়া ফেলে। নিজের আগের গান সম্পর্কে বলেন, ‘‘এর আগেও আমার কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করেছি। আমাদের ব্যান্ড চন্দ্রবিন্দুর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল। সেগুলো মোটামুটি জনপ্রিয় হয়েছিল। কিন্তু ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘অপরাধী’ গানটি যে এমনভাবে সাড়া ফেলবে, একদম ভাবিনি। এটা খুব ভালোলাগার বিষয়।’’
আলিফ নিজে একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত। নাম চন্দ্রবিন্দু বিডি। মূলত ‘নিকোটিন’ (২০১৭) গান চন্দ্রবিন্দুর ব্যানারে মুক্তি পায়। এরপর আসে ‘নেশা’ (২০১৭) গানটি।
তবে ২০১৮ সালের এপ্রিলে ঈগল মিউজিক থেকে প্রকাশ হয় ‘অপরাধী’ গানের ভিডিও। এরপরের গল্প সবারই জানা। গানটি ইউটিউবে তৈরি করে বাংলাদেশের ভিন্ন ইতিহাস।
আরমান আলিফআলিফ নিজেই ব্যান্ডের জন্য গান লেখেন ও সুর করেন। শেখাটাও নিজে নিজে। ‘আমার মায়ের খুব আগ্রহ গানের প্রতি। এরপর আমার প্রচণ্ড আগ্রহ জন্মে। গান নিয়ে আমার কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ভালোবাসা থেকেই গান লেখা ও সুর করা। এরপর ব্যান্ড তৈরি করে নিজে নিজেই গেয়েছি।’ বাংলা ট্রিবিউনকে জানালেন আরমান আলিফ।  
তার সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি নেত্রকোণায়। নতুন একটি গানের কাজ করছেন সেখানে। ঈদের মধ্যেই সেরে ফেলতে চান গানটির ভিডিও!
প্রসঙ্গত, বাংলাদেশের সংগীত জগতে এই সময়ে সবচেয়ে আলোচিত গানের নাম ‘অপরাধী’। অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের এই গানটি বাংলাদেশে ইউটিউব ইতিহাসের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে এরই মধ্যে।
এই গান-ভিডিওটি এখন ইউটিউবের গ্লোবাল র‌্যাঙ্কিংয়ের সেরা ১০০ গানের মধ্যে ৮০তম স্থানে অবস্থান করছে, যা এককথায় বিস্ময়কর! কারণ, বাংলাদেশের গানের ক্ষেত্রে এমনটা আগে কখনও ঘটেনি। এছাড়া ইউটিউবে গানটির ভিউ এখন সাড়ে তিন কোটির ঘর ছাড়িয়েছে।
গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক ইউটিউবে প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের  ‘অপরাধী’ গানটির একটি মিউজিক সাদামাটা ভিডিও। মুক্তির পরপরই খুব দ্রুত ইউটিউবে গানটির ভিউ বাড়তে থাকে। মজার বিষয় হলো, গানটি শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে খবর মিলেছে।
‘অপরাধী’র ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। এতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।