কখনও শরবত বিক্রেতা কখনও আইনজীবী!

মোশাররফ করিম ও জামিল হোসেনমজনু ও ফটিক চতুর প্রকৃতির মানুষ। তারা রাস্তায় শরবত বিক্রি করে। ঘটনাক্রমে অ্যাপ্রোন পরা দুই আইনজীবীকে দেখে মাথায় পুরনো বুদ্ধি খেলা করে! মজনু সিদ্ধান্ত নেয়, তারাও উকিল সাজবে।
এরপর মানুষের সঙ্গে নানা রকম ধোকাবাজি করবে। মজনু ফটিককে নিয়ে মামাবাড়ি বরিশাল চলে যায় এবং নিজেকে উকিল বলে প্রচার চালায়। এরপর ঘটতে থাকে নানা ধরনের ঘটনা।
এটি ‌‘ হাইপ্রেশার-২’ নামের সাত পর্বে ধারাবাহিক নাটকের গল্প। গত ঈদে মজনু ও ফটিক জুটি বেঁধে প্রথম আসে। এবার এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে। এতে মজনু হিসেবে মোশাররফ করিম এবং ফটিক চরিত্রে আছেন জামিল হোসেন।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান।

জামিল বলেন, ‘হাসির জন্যই এমন নাটক। আর মোশাররফ ভাইয়ের সঙ্গে শুটিং করা মানেই বাড়তি কিছু শেখা। আমরা তো মনে হয়, ঈদের অন্যতম সেরা হাসির নাটক হবে এটি।’
এতে আরও অভিনয় করেছেন নাদিয়া, আখম হাসানসহ অনেকে। বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ১০টা ৩০ মিনিটে এটি প্রচার হবে।