ইউটিউবে রাইসা ভাবি!

নাটকের দৃশ্য তিশা ও নাঈমঅনলাইনের মজার বিড়ম্বনা নিয়ে নির্মিত হয়েছে এবারের ঈদের একটি নাটক। এর নাম ‘অনলাইনে রাইসা ভাবি’।
এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও এফএস নাঈম। নাইস নূরের রচনায় এটি পরিচালনা করেছেন তপু খান।
নাম ভূমিকায় নাটকে অভিনয় করেছে তিশা। রুশো চরিত্রে অভিনয় করেছে নাঈম। নাটকের গল্পে দেখা যাবে, রাইসা আমেরিকায় বড় হয়েছে। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে রুশোর সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রেম, অতঃপর বিয়ে! রুশো ঢাকার অনেক বড় ব্যবসায়ীর ছেলে। নিজেও বড় ব্যবসায়ী। বিয়ের পর আমেরিকা থেকে একেবারে ঢাকায় চলে রাইসা। যদিও তার বাবা-মা আমেরিকায় থাকে। ধনী পরিবারের মেয়ে রাইসা যা মন চায় তাই করে। ফেসবুকে বিভিন্ন সময় লাইভে এসে অনেক জনপ্রিয় হয়েছে সে। এক সময় পাশের ফ্ল্যাটের দুই ভাবির পরামর্শে অনলাইনে পোশাকের বিজনেস শুরু করে সে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
নাট্যকার নাইস নূর বলেন, ‘এখন অনলাইনের যুগ। তাই নাটকটি ইউটিউবে প্রকাশ হবে।’
পরিচালক তপু খান জানান, নাটকটি আসছে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় ডেডলাইন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।