বিতর্কের পর ভারতে ছাড়পত্র পেল শম্পার ছবি

ছবির একটি দৃশ্যে সমদর্শী ও শম্পাকলকাতার অন্যতম নির্মাতা রঞ্জন চৌধুরীর বাংলা ছবি ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’তে অভিনয় করেছেন বাংলাদেশের শম্পা হাসনাইন। বেশ কয়েক মাস ধরে ছবিটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) টেবিলে আটকে ছিল।
ছবিতে থাকা একটি গান ও ‘মুসলমান’ শব্দ নিয়ে আপত্তি তুলেছিলেন বোর্ডের সদস্যরা। অবশেষে নানা জটিলতা কাটিয়ে ছবিটি ছাড়পত্র পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সেন্সর বোর্ডের ১০ জন সদস্য নতুন করে ছবিটি দেখে কোনও কাটাকুটি ছাড়াই ছাড়পত্র দিয়েছেন।
এদিকে শম্পা জানান, হিন্দু ও মুসলমান পরিবারের প্রেমের কাহিনি নিয়ে ছবিটির গল্প। এটি নিরেট প্রেমের ছবি। এতে হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর মুসলমান ছেলের চরিত্রে আছেন কলকাতার সমদর্শী।
এছাড়াও রয়েছেন শ্রীলা মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি, সৌমি ঘোষসহ অনেকে।
জানা গেছে, ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ৬ জুলাই। এখন শুরু হলো প্রচারণার কাজ।
তারই অংশ হিসেবে ২৩ জুন ‘ও আমার সোনা বন্ধু আমার’ শিরোনামের একটি গানও প্রকাশ করা হয় ইউটিউবে।

প্রসঙ্গত, বাংলাদেশের অভিনেত্রী শম্পার প্রথম ছবি ‘মাটির পিঞ্জিরা’। ২০০৯ সালে টিভি চ্যানেল এনটিভি’র রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় প্রথম নজর কাড়েন শম্পা। এ প্রতিযোগিতায় থাকাকালীনই তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায়ও নিয়মিত দেখা যায় তাকে।