‘সঞ্জু’ নিয়ে খেপেছেন যৌনকর্মীরা

‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুরের নানা গেটআপবলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত ‘সঞ্জু’ ছবিতে যৌনকর্মীদের হেয় করার অভিযোগ উঠেছে। ভারতের জাতীয় নারী কমিশন (এনডব্লিউসি) বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সংস্থার চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন।
ছবিটি মুক্তির দুই দিন আগে এমন অভিযোগ জমা পড়েছে নারী কমিশনে। এতে বলা হয়- অভিনেতা রণবীর কাপুর, অভিনেত্রী আনুশকা শর্মা ও পরিচালক রাজকুমার হিরানি ছবিটিতে যৌনকর্মীদের নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন।
নারী কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা বলেন, ‘অভিযোগটি ইলেকট্রনিক মিডিয়া মনিটরিং সেন্টারে (ইএমএমসি) পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলেছি।’
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজ করে থাকে ইএমএমসি।
অভিযোগে আইনজীবী গৌরব গুলাটি ছবিটির দুটি সংলাপ উল্লেখ করেছেন। তার দাবি, এগুলোর কারণে সমাজে যৌনকর্মীদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
ছবিটিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। আনুশকাকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে। তিনিই সঞ্জুর জীবন সম্পর্কে জানার চেষ্টা চালান।
একপর্যায়ে সঞ্জয়ের যৌন জীবন নিয়ে জানতে চেয়ে আনুশকা বলেন, ‘এ পর্যন্ত কত নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?’ উত্তরে তিনি বলেন, ‘৩০৮ জন। তবে যৌনকর্মীদের সংখ্যা গুনে দেখিনি।’ মূলত এই সংলাপ নিয়ে খেপেছেন অভিযোগকারী।
‘সঞ্জু’তে আরও অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনম কাপুর, পরেশ রাওয়াল, ভিকি কৌশল, জিম সর্ব প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২৯ জুন শুক্রবার।
সূত্র: হিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামা