ক্যাথরিনের সম্পাদনায় তারেক মাসুদের বই

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে নিয়ে তৈরি করা হয়েছে বই। যা পরিচালকের বিভিন্ন সময়ের ভাবনা, বক্তৃতা ও সাক্ষাৎকার দিয়ে সাজানো। গ্রন্থটির নাম ‘চলচ্চিত্র কথন: বক্তৃতা ও সাক্ষাৎকার’। এটি সম্পাদনা করেছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ।
বইটির চূড়ান্ত পর্যায়ের কাজ প্রায় শেষ।
বিষয়টি নিয়ে কথা বলেছেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের যোগাযোগ সমন্বয়ক আফতাব হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই বইটির কাজ হচ্ছে। ক্যাথরিন মাসুদ ছাড়াও তিনজনের সম্পাদনা কমিটি এতে কাজ করছেন। এছাড়া বিভিন্ন সময়ের সাক্ষাৎকার ও বক্তৃতা সংগ্রহে যুক্ত আছেন আরও বেশ কয়েকজন। এটি আমাদের প্রথম খণ্ড। আগামী একুশে বইমেলায় বইটি প্রকাশ হবে।’
তিনি আরও জানান, ২০০ পৃষ্ঠার বইটির এখন প্রুফ দেখার কাজ চলছে। শিগগিরই এর দ্বিতীয় খণ্ডের কাজও সম্পন্ন হবে।