‘অপরাধী’ অতিক্রম করলো একশ মিলিয়নের ঘর!


গেল তিন মাস ধরে বাংলাদেশের সংগীত জগতের সবচেয়ে আলোচিত গানের নাম ‘অপরাধী’। ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের এই গান-ভিডিওটি বাংলাদেশে ইউটিউব ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলেছে।
অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এখন- ৭ জুলাই ‌‘অপরাধী’ ইউটিউবে অতিক্রম করেছে একশ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের ঘর! যা বাংলাদেশের কোনও গানের বেলায় আজও ঘটেনি। শুধু তাই নয়, ভিউর বিচারে এই গানটির আশেপাশে আর কোনও দেশীয় গান-ভিডিও নেই।
গানটির সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরমান আলিফ আগেও গান করেছেন। যেগুলো প্রকাশ পেয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেলে। জনপ্রিয়তাও মিলেছে টুকটাক। তবে বাণিজ্যিক বাজারে ‘অপরাধী’ই তার ক্যারিয়ারের প্রথম গান।
আরমান আলিফআরমান আলিফ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘এর আগেও আমার কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করেছি। আমাদের ব্যান্ড চন্দ্রবিন্দুর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল। সেগুলো মোটামুটি জনপ্রিয় হয়েছিল। কিন্তু ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘অপরাধী’ গানটি যে এমনভাবে সাড়া ফেলবে, একদম ভাবিনি। এটা খুব ভালোলাগার বিষয়।’’
‘অপরাধী’র এমন আকাশছুঁই সফলতা প্রসঙ্গে গানটির প্রযোজক কচি আহমেদ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এটা আসলেই অসাধারণ একটা বিষয়। গান-ভিডিওটি জনপ্রিয়তা পাবে সেটা আগাম অনুমান ছিলো আমাদের। তবে এতটা আকাশছোঁয়া জনপ্রিয়তা পাবে- সেটা বুঝিনি। আমি কৃতজ্ঞতা জানাই গান-ভিডিওটির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে। আর শ্রোতা-দর্শকদের প্রতি থাকলো কৃতজ্ঞতা।’
‘অপরাধী’ গানটির সংগীতায়োজক অংকুর মাহমুদের প্রতিক্রিয়া এমন, ‘আসলে কী প্রতিক্রিয়া জানাবো বুঝতে পারছি না। শুরু থেকেই গানটি নিয়ে আমাদের ভালো একটা প্রত্যাশা ছিল। কিন্তু সত্যি বলতে প্রত্যাশার মাপ এতদূর ছিল না। শ্রোতা-দর্শকদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
ভিডিওর একটি দৃশ্যে দুই মডেলজানা গেছে, ‘অপরাধী’সহ এই ব্যানারের অন্যান্য গানের জনপ্রিয়তার সূত্র ধরে গত ২ জুলাই থেকে দেশের সর্বাধিক সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল হিসেবে এখন শীর্ষে অবস্থান করছে ঈগল মিউজিক।  
গত ২৬ এপ্রিল ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ গানটির একটি সাদামাটা ভিডিও। মুক্তির পরপরই খুব দ্রুত ইউটিউবে গানটির ভিউ বাড়তে থাকে। হয় ভাইরাল। গানটি কণ্ঠে তুলে কাভার করেন অসংখ্য মানুষ। মজার বিষয় হলো, গানটি শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে খবর মিলেছে।
‘অপরাধী’র ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। এতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।আরমান আলিফ ও গানটির সংগীতায়োজক অংকুর মাহমুদ