‘মেন্টাল ফ্যামিলি’র ৫০ লাখ!

মেন্টাল ফ্যামিলি নাটকের দৃশ্যগত ঈদে জিটিভিতে প্রচার হয়েছিল নাটক ‘মেন্টাল ফ্যামিলি’। হাসির এ নাটকটি তুমুল বিনোদিত করেছিল। টেলিভিশনে দর্শক মূল্যায়নের পদ্ধতি টিআরপিতে এটির অবস্থান ছিল নবম।

এবার নাটকটি মাতাচ্ছে ইউটিউব। ইতোমধ্যে ৫১ লক্ষবার দেখা হয়েছে এটি। দেখা যায়, খুব কম সময়ে অর্থাৎ দুই সপ্তাহ যেতে না যেতেই নাটকটির ভিউজ দাঁড়িয়েছে ৫১ লক্ষেরও বেশি, যা এই ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
‘মেন্টাল ফ্যামিলি’ নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনায় আছেন দীপু হাজরা।

বৃন্দাবন দাস বলেন, ‌‘যখন লিখি, চেষ্টা থাকে যেন সব নাটকই ভালো হয়। কোনটা দর্শক কেমনভাবে নেবেন, সেটা বলা মুশকিল। এ নাটকটির ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। আর তার মূল্যায়নও পেলাম। খুব ভালো লাগছে ইউটিউবে দর্শকের এত মন্তব্য দেখে।’

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, ‘‘বৃন্দাবন দাস দাদার লেখা নাটক পাবার জন্য অধীর আগ্রহে এক বছর অপেক্ষা করি। দাদার লেখা মানে ঈদের পূর্ণ আনন্দ। ধন্যবাদ বৃন্দাবন দাস, চঞ্চল দা, খুশি আপা, আ.খ.ম হাসান, মিলিসহ সব শিল্পী ও কলাকুশলীকে; যাদের পরিশ্রমে একটি ‘মেন্টাল ফ্যামিলি’ তৈরি হয়েছে।’’

মেন্টাল ফ্যামিলি নাটকের দৃশ্য
জনপ্রিয় এ নাটকটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, দিব্য, সৌম্য, আ খ ম হাসান, শাহানাজ খুশী, ফারহানা মিলি, মাসুদ রানা মিঠুসহ অনেকে।

নাটকটির লিংক: