X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’

বিনোদন রিপোর্ট
০৯ মে ২০২৪, ১৮:০৯আপডেট : ০৯ মে ২০২৪, ১৮:১২

একটি দেশাত্মবোধক গান দিয়ে ২০১৬ সালে গানের জগতে পা রাখেন নাহিদ হাসান। তবে বড় পরিসরে, একক গান দিয়ে তার অভিষেক হয় ২০১৯ সালে ‘তোমার পিছু ছাড়বো না’ গান দিয়ে। যেটা দুই বাংলায় বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অন্তর্জালে কেবল একটি চ্যানেলেই গানটির ভিউ প্রায় সাড়ে তিন কোটি। গানটির কথা-সুর-সংগীত অটামনাল মুনের।

সেই শ্রোতাপ্রিয়তার স্রোতে গা ভাসাননি নাহিদ। বরং গান নিয়ে নিজের একান্ত ভাবনা ও দর্শন তুলে আনায় ব্রত রেখেছেন নিজেকে। তাই পরবর্তীতে নাহিদ গান করেছেন বিভিন্ন কবিতা থেকে। সুর দিয়েছেন নিজের লেখা গানে। সেসব গান থেকে বাছাই করে ৭টি গান নিয়ে একক অ্যালবাম সাজালেন নাহিদ। যেটার নাম দিয়েছেন ‘পরিচয় নেই’। এর সবগুলো গানের কথা-সুর নাহিদের।

বৃহস্পতিবার (৯ মে) প্রকাশ্যে এসেছে এই অ্যালবামের প্রথম গান ‘ঘৃণা থাকুক’। নিজের ইউটিউব চ্যানেল ‘সুগান’ থেকেই এটি উন্মুক্ত করেছেন নাহিদ। গানের কোরাস এরকম—‘ভেবেছিস হাসবি একা, মাখিয়ে গায়ে সুখ/ তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক।’

গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। তাতে অভিনয় করেছেন নাহিদ ও নাইমা তাসনিম।

প্রথম অ্যালবাম নিয়ে নাহিদ বলেন, ‘একজন সিংগার-সংরাইটার হিসেবে প্রথম থেকেই ইচ্ছে ছিলো, নিজের একটা একক অ্যালবাম থাকবে। কিন্তু সাহস সঞ্চার করতে করতে লেগে গেলো আট বছর। এই সময়ে অবশ্য বেশ কিছু গান করা হয়েছে। মানুষের ভালোবাসা পেয়েছি। তবে শেষ পর্যন্ত অ্যালবামটা করছি, এটা স্বস্তির, আনন্দেরও।’

‘ঘৃণা থাকুক’ গান নিয়ে এই তরুণ শিল্পীর ব্যাখ্যা এরকম, ‘প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদের পর আমাদের মনে ক্ষোভ-ঘৃণার জন্ম হয়। সেটা থেকে আমরা অনেক অভিশাপ দিতে চাই। হয়ত রাগের বশে দিয়েও ফেলি। কিন্তু দিনশেষে হারিয়ে ফেলা মানুষটার ভালো থাকাটাই আমাদের চাওয়া। সেই ভাবনাই তুলে ধরেছি গানটিতে।’

নাহিদ জানান, তার একক অ্যালবামের গানগুলোর সংগীত পরিচালনা করছেন অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও আমজাদ হোসেন। প্রতি মাসে একটি করে আসবে অন্তর্জালে। 

ঘৃণা থাকুক:

/কেআই/এমএম/
সম্পর্কিত
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
বিনোদন বিভাগের সর্বশেষ
নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!
নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!
চলছে ‘হাজং’ সম্প্রদায় নিয়ে প্রদর্শনী
চলছে ‘হাজং’ সম্প্রদায় নিয়ে প্রদর্শনী
আবার আসছে ‘অ্যালেন স্বপন’
আবার আসছে ‘অ্যালেন স্বপন’
জন্মদিনে আমিরের গৌরি চমক!
জন্মদিনে আমিরের গৌরি চমক!
একসঙ্গে নাচলেন তারা...
একসঙ্গে নাচলেন তারা...