২৫ বছর পর ‘হৃদয় কাদামাটি’ গানের রিমেক

‘রেনেসাঁ’র সদস্যরাহৃদয় কাদামাটির কোনও মূর্তি নয়- এ গানটি শোনেননি এমন ব্যান্ড ভক্ত পাওয়াটা দুষ্কর হবে। অত্যন্ত জনপ্রিয় রেনেসাঁর এ গানটি ২৫ বছর পর রিমেক হলো।
আর এটি গেয়েছেন এ প্রজন্মের ১০ শিল্পী। এদের মধ্যে আছেন- সাব্বির জামান, পারভেজ সাজ্জাদ, অপু আমান, খায়রুল ওয়াসি, মেহরাব, ইউসুফ আহমেদ খান, শামীম, পুলক অধিকারী, সানবীম ও সম্রাট। নতুনভাবে এর সংগীতায়োজন করেছেন সুজন আরিফ।

মূলত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ২৫তম পর্বের জন্য এ উদ্যোগটি নেয় এর উপস্থাপক ও নির্দেশক আনজাম মাসুদ।
তিনি জানান, অডিও ধারণের পর গত ১৩ জুলাই বিটিভির মিলনায়তনে গানটির চিত্রায়ণ হয়েছে।

আনজাম মাসুদ বললেন, ‘কোটি শ্রোতাদের পছন্দের গান এটি। ভালোলাগা থেকে গানটি রিমেক করার সিদ্ধান্ত নিয়েছি। এ প্রজন্মের তরুণ শিল্পীরা গানটি গেয়েছেন। আর এটি রিমেকের জন্য রেনেসাঁ ব্যান্ডের প্রধান ও গায়ক নকীব খানের কাছ থেকে অনুমতি নিয়েছি আমরা।’রিমেকের শিল্পীরা

১৯৯৩ সালে রেনেসাঁর ‘তৃতীয় বিশ্ব’ অ্যালবামে ‘হৃদয় কাদা মাটি’ গানটি স্থান পায়। এর কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। সুর ও সংগীত পরিচালনা করেছেন নকীব খান নিজে।

উল্লেখ্য, সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। শিগগিরই পর্বটি বিটিভিতে প্রচার হবে।