অবশেষে এসেছে বাবার গান নিয়ে দুই বোনের অ্যালবাম

ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গানের সূত্র বাবা মাহমুদুন্নবী। বরেণ্য এ সংগীতশিল্পীর হাত ধরেই সংগীত জগতে আসা তাদের।
বাবার গাওয়া গান নিয়ে পুরো একটি অ্যালবাম করবেন—দুই বোনের এই স্বপ্ন অনেক দিনের। যদিও নানা কারণে সেটি পিছিয়েছে বহুবার।
এবার তাদের স্বপ্নের কাজটি বাস্তবে রূপ নিলো। বাবাকে নিয়ে পুরো একটি অ্যালবাম তৈরি করেছেন তারা। এর নাম ‘আমার গানের প্রান্তে’। মাহমুদুন্নবীর গাওয়া ১০টি জনপ্রিয় গান এতে রয়েছে। অ্যালবামটি সম্প্রতি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
অ্যালবামটির গান গাওয়া সম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবীর গান গাওয়াটা আমার কাছে অনেক বড় একটি মর্যাদার। তারপর তিনি আমার বাবা। তার প্রতি ভালোবাসা ভক্তকুলের অন্যরকম, তা বুঝতে পারি তখনই যখন আমাদের দেখলেই তারা বলে ওঠেন, বাবার কন্যারা কেমন আছো?’
প্রায় একই মন্তব্য সামিনার। তার ভাষ্য, ‘বাবার মতো বিশাল সমুদ্রসম কণ্ঠের পরিধি নিয়ে কথা বলার ভাষা অন্তত আমার জানা নেই। আমার শোনা একটি কণ্ঠ, যার কথা বলা ও গাইবার আওয়াজ একই। তাই তার গায়কীতে ফুটে উঠতো সহজ সারল্যে ভরা একটি চরিত্র।’
মাহমুদুন্নবী (জন্ম: ১৯৬৩ ডিসেম্বর ১৬, মৃত্যু: ১৯৯০ ডিসেম্বর ২০)অ্যালবামটিতে ফাহমিদা নবীর গাওয়া গানগুলো হলো—‘মনের যে কথা’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ’, ‘তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও’ ও ‘বড় একা একা লাগে’। সামিনা চৌধুরী গেয়েছেন ‘ওগো মোর মধুমিতা’, ‘আমি আগুনকে ভয় পাই না’, ‘অনেক সেধেছি সুর’ ও ‘তুমি যে আমার কবিতা’ গানগুলো। দ্বৈতকণ্ঠে তারা গেয়েছেন ‘দিয়েছি মায়ের স্নেহ’ এবং ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’ গান দুটি।
অ্যালবামের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন আশু চক্রবর্তী।