ধ্রুব গুহর দ্বিতীয় গানে ২ কোটি ভিউ (ভিডিও)

ধ্রুব গুহগান দিয়ে শুরুটা হলেও এখন প্রযোজনাতেই বেশি মনোযোগী সংগীতশিল্পী ধ্রুব গুহ। তবে লক্ষণীয় বিষয়; এরমধ্যে নিজে যে ক’টি গান গেয়েছেন সেগুলোর ভিউ বেড়ে চলেছে ক্রমশ।
২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশিত হয় ‘যে পাখি ঘর বোঝে না’। এটির ভিউ এখন দুই কোটি ছাড়িয়েছে। গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ভিডিও পরিচালনায় করেছেন শুভব্রত সরকার।
ধ্রুব গুহ বলেন, ‘একটি গান ইউটিউবের একটি চ্যানেলেই দুই কোটিবার মানুষ দেখেছে-শুনেছে, তারচেয়েও বড় কথা হাজার হাজার ইতিবাচক মন্তব্য করেছেন তারা। একজন সংগীতশিল্পীর কাছে এটা এক পরম পাওয়া।’
এটি ধ্রুব গুহর প্রকাশিত দ্বিতীয় গান। গানটি আরও একটি আনঅফিসিয়াল সাইটে প্রায় কোটি ভিউ ছুঁই ছুঁই করছে বলে জানান এ শিল্পী।  
এর আগে তার প্রথম প্রকাশিত ‘শুধু তোমার জন্য’ এবং তৃতীয় প্রকাশিত গান ‘আদরে রাখিও বন্ধু’ কোটি ভিউর মাইল ফলক অতিক্রম করে। এ দুটি গানের কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল আর সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম।  
গত জুলাই মাসে প্রকাশিত হয়েছে এই শিল্পীর পঞ্চম গান ‘তোমার ইচ্ছে হলে’। তবে নিজের চেয়েও ধ্রুব গুহ এখন ব্যস্ত সময় পার করছেন অন্যদের নতুন নতুন গান-ভিডিও নিয়ে।
তার ভাষায়, ‘আমি আমার চেয়ে অন্যদের নিয়ে ভাবতে ভালোবাসি।’