সৈয়দ শামসুল হককে নিয়ে তথ্যচিত্র

সৈয়দ শামসুল হক/ ছবি: সাজ্জাদ হোসেনসৈয়দ শামসুল হককে নিয়ে তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। এটি নির্মাণ করেছেন মাহফুজা আক্তার।
কাল, ২৭ সেপ্টেম্বর সব্যসাচী এই লেখকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিটিভিতে এদিন বিকাল ৫টা ও রাত ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ২৫ মিনিট ব্যাপ্তির এই তথ্যচিত্রটি।
নির্মাতা মাহফুজা আক্তার জানান, মূলত সৈয়দ হকের শিল্পকর্ম আর ব্যক্তিজীবনের নানাদিক উঠে আসবে এই তথ্যচিত্রের মাধ্যমে। এতে লেখককে নিয়ে কথা বলেছেন তার সহধর্মিণী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও কবিসন্তান দ্বিতীয় সৈয়দ হক।

লেখকের নাট্যকর্ম নিয়ে এই তথ্যচিত্রে কথা বলেছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর গ্রন্থ নিয়ে পিয়াস মজিদ। ‌‘নূরলদীনের সারাজীবন’ আবৃত্তি করেছেন সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।

এতে সৈয়দ হকের লেখা গান থাকছে এন্ড্রু কিশোরসহ আরও বেশ  ক‘জন শিল্পীর কণ্ঠে।