একযুগ পর পান্থ কানাইয়ের দুই ভিডিও

পান্থ কানাই। ছবি- আজিজুল হক/ফেসবুকপ্রায় একযুগ আগে ‘নৌকা জমিন নাটাই’ শিরোনামে একটি গানের ভিডিওতে এসেছিলেন সংগীতশিল্পী পান্থ কানাই। এরপর অনেক গানেই কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। কিন্তু ভিডিও? 
না, তাকে ভিডিওতে সেভাবে পাওয়া যায়নি। এবার গত সেপ্টেম্বর মাসেই দুটি গানের ভিডিও প্রকাশ করেছেন দরাজ গলার এই গায়ক।

এগুলো হলো ‘মন সঁপিলাম’ ও ‘দেহের মাঝে’।

পান্থ কানাই বললেন, ‘আমি তো আসলে নিজের মতো করেই গান করি। অনেক গান তৈরিও। কিন্তু বিপণন পদ্ধতির কারণে এগুলো প্রকাশ করা হয় না। আর ভিডিওতেও আমার উপস্থিতি নেই বললেই চলে। সে হিসেবে একই মাসে দুটি ভিডিও-গান প্রকাশ অনেক বেশিই হয়ে যায় আমার জন্য!’

‘মন সঁপিলাম’ প্রকাশ হয়েছে গত ১ সেপ্টেম্বর। প্রবাসী বন্ধু রুশো মাহতাবের কারণেই এটির কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন পান্থ। রুশোর কথা-সুরে এটি তৈরি হয়েছে। গানটি প্রকাশিত হয়েছে ‘পরবাসী’ নামের ইউটিউব চ্যানেলে।

অপরদিকে, ‘দেহের মাঝে’ গানের কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। ২৭ সেপ্টেম্বর অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামোজ রেকর্ডস তাদের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করেছে।

ভিডিওটি নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরন। এতে পান্থ কানাইয়ের পাশাপাশি মডেল হয়েছেন আরফান অনিক, ইদ্রোজিৎ, মোহন ও রিয়াল।